নভেম্বর ১৮, ২০১৮
কলকাতায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নয়া উদ্যোগ

কলকাতা শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে দূষণ মাপতে বসানো হবে যন্ত্র। বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় শহরের ২০টি গুরুত্বপূর্ণ রাস্তায় দূষণ মাপার যন্ত্র বসানোর কাজ শুরু করেছে রাজ্য পরিবহন দপ্তর।
এই যন্ত্রগুলি পোর্টেবেল এয়ার কোয়ালিটি মনিটরিং ডিভাইস হিসেবে পরিচিত। এগুলি বসানো হবে রাস্তার বাতিস্তম্ভের ওপরে। এর ফলে রিয়েল টাইম তথ্য মিলবে বায়ু দূষণের (পিএম ২.৫ এবং পিএম ২.১০)।
যে সব জায়গায় বেশী মাত্রায় যানবাহন চলাচলের ফলে দূষণের মাত্রা বেশি, সেইসব জায়গায় ২ কিঃমিঃ অন্তর এই যন্ত্র বসানো হবে। বিশ্ব ব্যাঙ্কের এই সমীক্ষা চলবে ডিসেম্বর পর্যন্ত। প্রয়োজনে আরও অন্যান্য রাস্তায় এই যন্ত্র বসানো হতে পারে। সমীক্ষার রিপোর্ট রাজ্য সরকারকে দেওয়া হবে।
বর্তমানে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অন্তর্গত ১৭টি পর্যবেক্ষণ কেন্দ্র আছে। এর মধ্যে তিনটি কেন্দ্র স্বয়ংক্রিয়।