নভেম্বর ১৩, ২০১৮
ছট পুজোয় শামিল মুখ্যমন্ত্রী, দিলেন সম্প্রীতির বার্তা

প্রতিবারের মত এবারেও ছট পুজোর অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি যান হেস্টিংসে, তারপর তিনি গেছিলেন দহিঘাটে। দুই জায়গাতেই তিনি ছট পুজোর শুভেচ্ছা বার্তা দেন ও সম্প্রীতির বার্তা দেন।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ
- অন্যান্য রাজ্যে দুর্গা পুজোয় এত ছুটি দেয় না। কিন্তু, আমরা সেখানে ছট পুজোতেও দুদিন ছুটি দিই।
- আমরা বুদ্ধ পূর্ণিমাতেও ছুটি দিই। কেন্দ্র বড়দিনের ছুটি বাতিল করে দিয়েছে। কিন্তু, আমরা ছুটি দিই। কারণ, সকল ধর্মের প্রতি আমার কর্তব্য আছে। আমি চাই, সকল মানুষ সকল মানুষকে শ্রদ্ধা করুক।
- আজ ছট পুজোয় আমার ভাই বোনেরা দীর্ঘদিন উপবাসে থেকে আজ গঙ্গার ঘাটে যাবেন পুজো করতে। প্রশাসন সমস্ত ঘাটে সাহায্য করার জন্য বুথ তৈরী করেছে। স্থানীয় ক্লাবগুলোও প্রশাসনকে সাহায্য করে। সকলে মিলে কাল সকালে আপনাদের পুজো শেষ হওয়া না পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবে। আমি তাদেরও অভিনন্দন জানাই।
- আপনারা মা গঙ্গার পুজো করুন, সূর্যদেবের পুজো করুন। আপনাদের আমার অভিনন্দন। সকলে ধীরে ধীরে ঘাটে যান ও ধীরে ধীরে পুজো সেরে বাড়ি ফিরুন। সবাই ভালো করে পুজো করুন, আনন্দ করুন।
- আমি প্রতিবার ছটপুজোয় আসি, না এলে আমার ভালো লাগেনা।
- ১৯৮৪ সালে আমি প্রথম নির্বাচনে জিতেছিলাম। ১৯৮৫ সাল থেকে আমি নিয়মিত এখানে আসি। সেই সময় ঘাটের দশা শোচনীয় ছিল। আমি তখন সাংসদ তহবিল থেকে টাকা দিই ঘাট সংস্কারের জন্য।
- সকলে নির্বিঘ্নে পুজো করলে তার থেকে বেশী শান্তি কিছুতে পাওয়া যায় না।
- এক পরিবারে অনেকে থাকেন। সমাজে সব ধর্ম বর্ণের মানুষ মিলে মিশে থাকেন। এখানেও মঞ্চে তাকিয়ে দেখুন, মনে হবে আসল ভারতবর্ষ।
- ঈদের দিন সিমুই খাই, গুরু নানকের জয়ন্তীতে গুরুদ্বারার হালুয়া খাই, ছটপুজোর ঠেকুয়াও আমায় পাঠান আমার বন্ধুরা। আমি সব পুজোই পালন করি।
- আপনারা বিহারি বলে বাংলায় আপনাদের সাথে দুর্ব্যবহার হবে, এই আশঙ্কা করবেন না। আমরা সবাইকে সমানভাবে ভালোবাসি। আমাদের এরকম স্বভাব নেই। এখানে ভিন রাজ্যের অনেক বাসিন্দা থাকেন। যারা আমাদের এখানে থাকেন, সবাই আমাদের ভাই বোন। আমরা সবাই সমান।