নভেম্বর ২৮, ২০১৮
ইনস্টাগ্রামে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থন প্রশ্নাতীত। তৃণমূলনেত্রীর জনসভাগুলোতে ভিড় উপচে পড়ে। একুশের সমাবেশ স্তব্ধ করে দেয় সারা শহর। শুধু মাঠে, ময়দানেই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ফ্যান ফলোয়িং’ ডিজিটাল মাধ্যমেও দেখার মত।
২০১২ সালে ফেসবুক দিয়ে সোশ্যাল মিডিয়াতে যাত্রা শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০১৫ সালে তিনি টুইটারে যোগ দেন। সোশ্যাল মিডিয়ার ব্যবহারে দিদিকে টেক্কা দেওয়া সহজ না। বিভিন্ন বিষয়ে নিজের মতামত ব্যক্ত করাই হোক কিংবা সাধারণ মানুষের সাথে মত বিনিময়, দক্ষতার সাথে ডিজিটাল মাধ্যমে সাবলীল বাংলার অভিভাবিকা।
এই মুহূর্তে টুইটারে দিদির ৩০ লক্ষ ফলোয়ার আছে; ফেসবুকে ওনার পেজে লাইকের সংখ্যাও ৩০ লক্ষ ছুঁইছুঁই। কোনও বিশেষ দিনে শুভেচ্ছাবার্তা হোক কিংবা বাংলার সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ান – দিদি সোশ্যাল মিডিয়ার নেতাদের মধ্যে সর্বাগ্রে।
সোশ্যাল মিডিয়াতে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহারেও পিছিয়ে নেই দিদি। নোটবন্দির পর তিনিই প্রথম সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান, টুইটের মাধ্যমে। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের প্রচারের সময় তিনি একটি মিছিলের ৩৬০ ডিগ্রি ভিডিও পোস্ট করেছিলেন। সাম্প্রতিককালে তিনি তার বিভিন্ন কর্মসূচি ফেসবুক লাইভের মাধ্যমে সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিয়েছেন। ওনার বাড়ির কালী পুজোর ভিডিও ৪০ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন।
বলার অপেক্ষা রাখে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম ‘হ্যান্ডেল’ ফলো করলে ভবিষ্যতে অনেক চমক অপেক্ষা করবে আপনাদের জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করার জন্য এই লিংকে ক্লিক করুন