সাম্প্রতিক খবর

নভেম্বর ২৩, ২০১৮

ভুট্টা চাষিদের কৃষি সরঞ্জাম দেবে রাজ্য সরকার

ভুট্টা চাষিদের কৃষি সরঞ্জাম দেবে রাজ্য সরকার

রাজ্য ভুট্টার চাষ বেড়েছে বহুগুন। তাই এবার ভুট্টা চাষিদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। কম দামে ভুট্টার খোসা ছাড়ানোর যন্ত্রপাতি দেবে কৃষকদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা, মাটি, মানুষের সরকার।

রাজ্যের অনেক জেলায় – বিশেষ করে উত্তরবঙ্গে – ভুট্টার চাষ বেড়েছে। দক্ষিণবঙ্গের অনেক জায়গায় ভুট্টার দানার ফলন বেড়েছে। ২০১০-১১ সালে রাজ্যে ৩.৫২ লক্ষ টন ভুট্টা উৎপাদন হয়েছিল। ২০১৭-১৮ সালে তা বেড়ে হয়েছে ১৩.৩৪ লক্ষ টন।

এই পরিস্থিতিতে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি যন্ত্র তৈরী করেছে যার মাধ্যমে ভুট্টার খোসা ছাড়িয়ে ভুট্টার দানা বার করা যাবে সহজে।

কৃষি মন্ত্রী বলেন, মুর্শিদাবাদের কান্দি মহকুমায় কাস্টম হায়ারিং সেন্টার গঠন করা হয়েছে। সেখানে নামমাত্র টাকার বিনিময়ে কৃষকরা সমস্ত কৃষি সরঞ্জাম ভাড়ায় নিতে পারেন। তারা সেখান থেকে ভর্তুকি মূল্যে এই যন্ত্র কিনতেও পারেন।