সাম্প্রতিক খবর

নভেম্বর ২৪, ২০১৮

ডুয়ার্সেও তৈরী হবে লেপার্ড সাফারি পার্ক

ডুয়ার্সেও তৈরী হবে লেপার্ড সাফারি পার্ক

জলদাপাড়া জাতীয় উদ্যানের দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে লেপার্ড সাফারি চালু করতে চায় রাজ্য বন দপ্তর। ২৩ হেক্টর জমিতে হবে এই সাফারি। ইতিমধ্যেই সেন্ট্রাল জু অথরিটির কাছে সেই প্রস্তাব পাঠিয়েছে রাজ্য বন দপ্তর। সেখান থেকে অনুমোদন মিললেই এই লেপার্ড সাফারি পার্কে চালুর কাজ শুরু করা হবে।

এ ছাড়া জলদাপাড়া জাতীয় উদ্যানের খয়েরবাড়িতে একটি ডিয়ার পার্ক চালু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ৪ হেক্টর জমির ওপর এই ডিয়ার পার্ক চালু করতে চায় বন দপ্তর। বনমন্ত্রী এই খবর জানিয়েছেন। ৪ হেক্টর জমিতে ডিয়ার পার্ক তৈরি করা হবে। ২৩ হেক্টর জমিতে দক্ষিণ খয়েরবাড়িতে লেপার্ড সাফারি তৈরী করা হবে। তার পরিকল্পনা চলছে। এ বিষয়ে মাপজোকের কাজও শেষ করেছে রাজ্য বন দপ্তর।

মাসখানেক আগেই দক্ষিণ খয়েরবাড়ি থেকে শচীন ও সৌরভ নামে দুটি চিতাবাঘকে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে ৭টি চিতাবাঘ ও একটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। সম্প্রতি দার্জিলিং পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক থেকে একটি চিতাবাঘকে জখম অবস্থায় খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

লেপার্ড সাফারির পাশাপাশি খয়েরবাড়ি এসে পর্যটকেরা এখানে চার প্রজাতির হরিণ, দেশ–বিদেশের পাখি–সহ বিভিন্ন প্রজাতির পশুও দেখতে পাবেন। এ ছাড়াও সেখানে পশু–হাসপাতাল তৈরি করার চিন্তাভাবনাও করা হয়েছে বলে বনমন্ত্রী জানিয়েছেন।