সাম্প্রতিক খবর

নভেম্বর ১০, ২০১৮

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চলচ্চিত্র উৎসব এখন জনসাধারনের

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চলচ্চিত্র উৎসব এখন জনসাধারনের

আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হতে চলেছে। এই নিয়ে ২৪ বছরে পা দিল এই উৎসব। এবছরের বিশেষ চমক বাংলা সিনেমার ১০০ বছরপূর্তি।

২০১১ সাল পর্যন্ত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কুক্ষিগত ছিল কিছু মুষ্টিমেয় মানুষের জন্য। সাধারণ মানুষদের সেই অর্থে প্রবেশ অবাধ ছিল না। সাধারণের জন্য সিনেমাকে নন্দন ও রবীন্দ্র সদনের বাইরে যেতেও দেওয়া হত না। পুরো উৎসবে খুব কম সংখ্যক সিনেমা দেখানো হত। এই প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে দুটি বাংলা সিনেমা মনোনীত হয়েছে।

২০১১ সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয়। জনসাধারনের বিপুল সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসনের মুখ্যমন্ত্রীর ভার গ্রহণ করেন। তিনি সাধারণ মানুষের দীর্ঘ দিনের এই চলচ্চিত্র উৎসবকে ঘিরে ক্ষোভকে মর্যাদা দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে নন্দন ও রবীন্দ্রসদন চত্ত্বর থেকে বার করে রাজ্যের পাড়ায় পাড়ায় পৌঁছে দিতে উদ্যোগী হন।

তাঁর উদ্যোগে এখন শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উৎসবের সিনেমা দেখানো হয়। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানও নন্দন থেকে সরিয়ে ১০০০০ আসন বিশিষ্ট নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে চলচ্চিত্র উৎসবে শুরু হয়েছে প্রতিযোগিতামূলক বিভাগ।

এবছর হাওড়ায় পিভিআর অবনী এবং উত্তর ২৪ পরগনার দমদমে পিভিআর ডায়মন্ড সিটিতেও দেখানো হবে সিনেমা। তাছাড়া কলকাতার বসুশ্রী প্রেক্ষাগৃহেও এবছর সিনেমা দেখানোর ব্যবস্থা থাকছে।

পাড়ায় পাড়ায় চলমান ভ্যানে করেও সিনেমা দেখানো হয় উৎসবের সময়। এখন আক্ষরিক অর্থেই চলচ্চিত্র উৎসব হয়ে উঠেছে জনসাধারণের উৎসব।