নভেম্বর ৩, ২০১৮
উত্তরবঙ্গে নতুন বনবিভাগ হচ্ছে কালিম্পং

কালীপুজোর আগেই উত্তরবঙ্গে নতুন বনবিভাগ গঠন করল রাজা বন দপ্তর। নতুন জেলা কালিম্পংয়ে ১ নভেম্বর থেকে কালিম্পং ফরেস্ট ডিভিশন নামে নতুন বনবিভাগ (টেরিটোরিয়াল) চালু হল৷ উঠে যাচ্ছে কালিম্পং সয়েল ডিভিশন৷ যার ফলে ক্ষমতা কমছে কালিম্পং বন উন্নয়ন নিগমের।
কালিম্পং বন উন্নয়ন নিগমের জমি লিজ হিসেবে নতুন বনবিভাগকে দেওয়া হয়েছে৷ সয়েল ডিভিশন এবং নিগমের অধীনে থাকা অনেক কাজকর্ম নতুন এই বনবিভাগ করবে৷ ইতিমধ্যে সয়েল বিভাগের কর্মীরা নতুন বিভাগে যুক্ত হলেও নিগমের থেকে অতিরিক্ত কর্মী নতুন বনবিভাগে নিয়ে আসা হয়েছে৷ কালিম্পং বন উন্নয়ন নিগমের বর্তমান অফিস কমপ্লেক্সটি নতুন বনবিভাগের অবীনে যাচ্ছে৷
অন্যদিকে, কালিম্পং সয়েল ডিভিশনের অফিস, বাংলো ও থাকার জারগা চলে বাচ্ছে নিগমের অধীনে৷ নিগমের অধীনে থাকা জলঢাকা, মংপং, লাভার মতো ফরেস্ট রেস্ট হাউসগুলি বনবিভাগের অধীনে চলে যাচ্ছে৷