সাম্প্রতিক খবর

নভেম্বর ২৯, ২০১৮

ফায়ার অডিট না হলে ব্যবসার অনুমতি বাতিল

ফায়ার অডিট না হলে ব্যবসার অনুমতি বাতিল

ফায়ার লাইসেন্স ও ফায়ার অডিট বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। না হলে ব্যবসায় অনুমতি দেওয়া হবে না। মূলত বহুতল কমপ্লেক্স, কমার্শিয়াল কমপ্লেক্স, শপিং মল, অফিস কমপ্লেক্সে প্রতি বছর ফায়ার অডিট করতে হবে বলে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন দমকলমন্ত্রী। তিনি বলেন, প্রতি বছর ফায়ার অডিট করতে হবে। তাহলে জানা যাবে, ওইসব বহুতলে জলের খোঁজ কোথায় মিলবে, ফায়ার এক্সটিংগুইশারগুলি ঠিক আছে কি না ইত্যাদি। ফায়ার অডিট ঠিক মতো না হলে ব্যবসা করতে দেওয়া হবে না।

দমকল মন্ত্রী আরও বলেন, ২০১১ সালের আগে রাজ্যে ১০০টি দমকল কেন্দ্র তৈরী হয়েছিল। আমরা গত সাত বছরে তৈরী হয়েছে ৪২টি। আরও তৈরী করার পরিকল্পনা করা হয়েছে। ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে মোটরবাইকে দমকলকর্মীদের যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দমকলের পরিকাঠামো বৃদ্ধির দিকে নজর দেওয়া হয়েছে। যেসব দেশ আগুন নিয়ন্ত্রণে আনতে অভিজ্ঞ, সেখানে প্রশিক্ষণের জন্য দমকলকর্মীদের পাঠানো হবে। তবে এর আগেও এমন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেভাবে একের পর এক বহুতল তৈরী হচ্ছে, তাতে আমাদের আরও ল্যাডার দরকার।

কিছুদিনের মধ্যে জিপিএস সিস্টেম চালু করা হবে। যাতে ১০১ নম্বরে টেলিফোন করে আগুন লাগার তথ্য কেউ দিলে জিপিএস সিস্টেমে কোথায় আগুন লেগেছে জানতে পারবেন দমকলের কর্মীরা। বহুতলগুলি ও শপিং কমপ্লেক্সে কোথায় জলের উৎস রয়েছে, তা ম্যাপে পরিষ্কারভাবে নির্দেশ করে দিতে হবে। ফলে ম্যাপ থাকলে আগুন নিয়ন্ত্রণের কাজে অনেক সুবিধা হবে।

সৌজন্যেঃ বর্তমান