নভেম্বর ১৪, ২০১৮
বর্ষার পরেও পুরোদমে চলছে ডেঙ্গু অভিযান

বর্ষাকাল শেষ হয়ে গেলেও কলকাতা পুরসভা যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গু অভিযান চালিয়ে যাচ্ছে।
নভেম্বর মাসে কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীদের শনি-রবিবার ও অন্যান্য ছুটি বাতিল করা হয়েছে। পুর আধিকারিকরা জানিয়েছেন সারা বছর ধরে এই ডেঙ্গু অভিযানের ফলে এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে।
যেহেতু ডেঙ্গু বহনকারী মশা তার প্রজনন কাল বদলেছে, কলকাতা পুরসভা ২০১৮ সালের জানুয়ারি মাস থেকেই লার্ভা দমন অভিযান শুরু করেছে। সচেতনতা অভিযানের অংশ হিসেবে কলকাতায় মিছিল করা হয়। এই অভিযানকে আরও জোরদার করতে রাজ্য সরকার কলকাতা পুরসভাকে ৪ কোটি টাকা দিয়েছে।
লার্ভা দমন অভিযানে স্থানীয় ক্লাবকেও সঙ্গে নেওয়া হয়েছে। দুর্গাপুজোর সময় ডেঙ্গু সচেতনতা প্রচারের জন্য ২৬টি ক্লাবকে নগদ পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া, ডেঙ্গু সম্বন্ধে সচেতনতার প্রচার করার জন্য মহানাগরিকের বাছাই করা ২৪টি ক্লাবকেও সম্মানিত করা হচ্ছে। তাদের আগামী ২২শে নভেম্বর পুরষ্কার তুলে দেওয়া হবে।