নভেম্বর ১১, ২০১৮
গণতন্ত্রের পথেই জবাব বিরোধীদের: অভিষেক বন্দ্যোপাধ্যায়

জেলাকে বিজেপির সন্ত্রাস থেকে মুক্ত করতে প্রয়োজনে বারবার পুরুলিয়া আসব। আগামী সপ্তাহেও আসব দরকার হলে। শনিবার পুঞ্চার সভায় এমনই বক্তব্য তৃণমূল যুব সভাপতি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
এদিন তিনি পুরুলিয়ায় এসেছিলেন দুষ্কৃতী হানায় নিহত দলীয় কর্মীর পরিবারকে সমবেদনা জানাতে। পুঞ্চা থানার পাঁড়ুই গ্রামে নিহত পিন্টু সিন্হার সঙ্গে দেখা করার পর তিনি পুঞ্চায় আয়োজিত একটি সভায় বক্তব্য রাখেন। সেখানেই পঞ্চায়েত নির্বাচন পরবর্তী পুরুলিয়ায় ঘটে যাওয়া একাধিক খুনের ঘটনা উল্লেখ করে সব ক’টি ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেন তিনি।
কালীপুজোর পর দিন ভোরে নিজের বাড়ির উঠোনে পাঁঠার মাংস কাটার সময় দুষ্কৃতীদের গুলিতে আহত হন পাঁড়ুই গ্রামের বাসিন্দা, তৃণমূল কর্মী পিন্টু সিন্হা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান তিনি। পুলিশ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে যে দু’জনকে গ্রেপ্তার করেছে তারাও এলাকায় বিজেপিকর্মী হিসেবে পরিচিত।
অভিষেক বলেন, ‘সন্ত্রাস সৃষ্টির জন্য একটা পরিকল্পিত চক্রান্ত হয়েছে পুরুলিয়ায়। বলরামপুরে সুপুরডি গ্রামে তরতাজা যুবক ত্রিলোচন মাহাতো এবং ডাভা গ্রামে দুলাল কুমার খুন হয়েছেন। তৃণমূল খুনের রাজনীতি করে না। তাহলে এদের কে খুন করল?’ তাঁর দাবি, ‘মানুষকে বিভ্রান্ত করতে বিজেপি খুন ও সন্ত্রাসের রাজনীতি আমদানি করেছে। সেই ন্যক্কারজনক চেষ্টা রুখতে একদিকে উন্নয়ন, অন্য দিকে গণ একতাকে জোরদার করতে হবে। সে জন্য আমি বারবার পুরুলিয়া আসব। প্রয়োজনে আগামী সপ্তাহেও আসব।’