সাম্প্রতিক খবর

নভেম্বর ১৩, ২০১৮

রাজ্যের জলাশয়ের সমীক্ষা করবে রাজ্য

রাজ্যের জলাশয়ের সমীক্ষা করবে রাজ্য

রাজ্য জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর শীঘ্রই রাজ্যের সমস্ত জলাশয়ের একটি সম্মুখ করবে। ক্ষুদ্র সেচ বাড়াতেই এই উদ্যোগ দপ্তরের।

এই প্রথম সরকারের তরফে এই রকম একটা সমীক্ষা করা হবে; কোনও ক্ষুদ্র জলাশয়ও বাদ দেওয়া হবে না। এই সমীক্ষাটি মোট ২৫ থেকে ৩০ প্রকার জলাশয়কে নিয়ে করা হবে। এর ফলে ক্ষুদ্র সেচের জন্য জল ব্যবহারে সুবিধা হবে।

এই সমীক্ষা করবে রাজ্যের জলসম্পদ অনুসন্ধান অধিদপ্তর। তারা জলের গুণগত ও পরিমাণগত মূল্যায়নও করবে।

রাজ্যের ৩৪১টি ব্লককে তিন ভাগে -আশঙ্কাজনক, কম আশঙ্কাজনক এবং নিরাপদ – ভাগ করা হবে। ভবিষ্যতে ভূগর্ভস্থ জলের সর্বাপেক্ষা অনুকূল ব্যবহারের একটি রোডম্যাপও তৈরী করা যাবে। কোন জলাশয় থেকে কতটা জল সেচ বা শিল্পের জন্য ব্যবহার করা যাবে, তও নির্ধারিত করা যাবে এই সমীক্ষার ফলে।