সাম্প্রতিক খবর

নভেম্বর ২, ২০১৮

সরকারি হাসপাতালের শয্যাসংখ্যার নিরিখে মমতার বাংলা এক নম্বরে

 সরকারি হাসপাতালের শয্যাসংখ্যার নিরিখে মমতার বাংলা এক নম্বরে

অনেকেই বলে থাকেন, পশ্চিমবঙ্গে রোগীর তুলনায়, মানুষের চাহিদার তুলনায় সরকারি হাসপাতালে শয্যাসংখ্যা সীমিত। বড় বড় সরকারি হাসপাতালে বেড পাওয়া শুধু ভাগ্যের ব্যাপারই নয়, বেড পাওয়ার পর রোগীর ঠাঁই হবে কোথায়, ট্রলিতে নাকি একই বেডে আরও এক-দু’জনের সঙ্গে, সেকথা ভেবেই আকুল হয় বাড়ির লোকজন।

কিন্তু, এই ‘সীমিত’ শয্যাসংখ্যাও যে কম নয়, বরং সারা দেশে সবচেয়ে বেশি, সেই কথাই জানিয়ে দিল খোদ কেন্দ্রীয় সরকারের রিপোর্ট। সম্প্রতি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট ‘ন্যাশনাল হেলথ প্রোফাইল ২০১৮’। তাতে বলা হয়েছে, সারা দেশে সরকারি হাসপাতালের শয্যাসংখ্যার বিচারে এক নম্বরে রয়েছে অন্য কোন রাজ্য নয়, তৃণমূল সরকার পরিচালিত পশ্চিমবঙ্গই।

কী বলছে ন্যাশনাল হেলথ প্রোফাইলের রিপোর্ট? তারা জানিয়েছে, গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের সরকারি হাসপাতাল মেলালে বাংলার সরকারি হাসপাতালের শয্যাসংখ্যা হল ৮০ হাজারের কাছাকাছি- ৭৮৫৬৬। দেশে সবচেয়ে বেশি।

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছে। গত ক’বছরে ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়েছে। শুধু সেই বাবদই কয়েক হাজার শয্যা বেড়েছে। ৪২টির মধ্যে ৩৬টি সুপার স্পেশালিটি হাসপাতালে শয্যাসংখ্যা ৩০০ করে। আর ছ’টি সুপার স্পেশালিটির শয্যাসংখ্যা ৫০০ করে। সেই হিসেবে শুধু মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প রূপায়ণের মাধ্যমেই সরকারি শয্যা বেড়েছে ১০ হাজার ৩৮০টি!