নভেম্বর ১৯, ২০১৮
হুইট ব্লাস্ট - বিকল্প চাষের জন্য বীজ দিচ্ছে রাজ্য সরকার

নদীয়া ও মুর্শিদাবাদ জেলার যে সকল অঞ্চলে মরণ হুইট ব্লাস্ট রোগের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল, সেখানকার কৃষকদের বিকল্প চাষের জন্য বীজ বিতরণ করল কৃষি দপ্তর।
ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত মালদা ও উত্তর ২৪ পরগনার পাঁচটি গ্রামেও এই বীজ বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালে নদীয়া ও মুর্শিদাবাদের ১০০০ হেক্টর একর জমিতে মারাত্মক হুইট ব্লাস্ট রোগে আক্রান্ত হয় গম চাষ। এরপর এই অঞ্চলে গম চাষ বন্ধ করা হয় প্রশাসনের তরফে। এই রোগের প্রাদুর্ভাব কমাতে ২ বছর ওই জমিতে গম চাষ বন্ধ করা হয়।
এই পরিস্থিতিতে সেই অঞ্চলের চাষিদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। তাদের বিনামূল্যে ডাল ও সরষের বীজ বিতরণ করা হয়েছে।
কৃষি দপ্তরের আধিকারিকরা এই অঞ্চলের চাষিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং বিকল্প চাষের বিষয়ে সবরকম সাহায্য করছেন। ওই অঞ্চলে গম চাষ বন্ধ হওয়ার ফলে বেড়েছে ডাল চাষ।
প্রসঙ্গত, নদীয়া ও মুর্শিদাবাদে ২০০টি ডাল প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরীতেও সাহায্য করেছে রাজ্য সরকার। পাশাপাশি, ওই অঞ্চলে আটাও বিতরণ করা হয়েছে সরকারের তরফে।