নভেম্বর ১৩, ২০১৮
আগামী ৩১ মার্চের মধ্যে গ্রামীণ এলাকায় ৫ হাজার কিমি রাস্তা তৈরীর উদ্যোগ রাজ্যের

বর্তমান আর্থিক বছরে গ্রামীণ এলাকায় পাঁচ হাজার কিমি রাস্তা তৈরীর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
গ্রামীণ সড়ক যোজনার স্কিমে ওই রাস্তা তৈরী করা হবে। টেন্ডারের মাধ্যমে সেই কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৮১৪ কিমি রাস্তা তৈরী হয়েছে। পুজো মিটলেই এই কাজে গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৯ সালের মার্চের মধ্যেই রাস্তা নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
বর্তমানে রাজ্য সরকারকে সড়ক নির্মাণে দিতে হয় ৪০ শতাংশ টাকা। এক কিমি রাস্তা তৈরীতে খরচ হয় ৫০ লক্ষ টাকা। তবে পাঁচ বছরের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে ঠিকাদারদের। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই সরকারের আমলে গত সাত বছরে মোট ১৬,৩৮০ কিমি রাস্তা তৈরী হয়েছে।
এতদিন যে রাস্তা তৈরী হয়েছে, তা এক লেনের, চওড়া ৩.৭৫ মিটার। এবার তা বাড়িয়ে সব রাস্তাই দু’লেনের ৫.৫ মিটার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌজন্যেঃ বর্তমান