সাম্প্রতিক খবর

নভেম্বর ৩০, ২০১৮

এবার সব স্কুলেই পড়ুয়াদের পিঠ বাঁচাতে লকার

এবার সব স্কুলেই পড়ুয়াদের পিঠ বাঁচাতে লকার

কারও ব্যাগের ওজন ন’কিলো তো কারোর সাত কিলো। রোজ এই বোঝা বয়ে অনেক স্কুলপড়ুয়ার পিঠে যন্ত্রণা হচ্ছে। এর প্রতিকারে সব স্কুলে প্রত্যেক পড়ুয়ার জন্য লকার তৈরী করতে উদ্যোগী হল রাজ্য সরকার।

প্রথম পর্যায়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী এবং পরবর্তী পর্যায়ে দশম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রেণীকক্ষে বা তার বাইরে লকার তৈরী হবে। যেসব শ্রেণীকক্ষ বড়, সেসব শ্রেনীকক্ষের মধ্যেই তৈরী হবে লকার। ইতিমধ্যে এ বিষয়ে অর্থ বরাদ্দ করা হয়েছে।

এখন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে স্কুলে বই রেখে যাওয়াই নিয়ম। সরকারি প্রাথমিক স্কুলে এই সুবিধা থাকলেও সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত অধিকাংশ স্কুলে তা নেই।

এবার রাজ্যের ৫০০০০ প্রাথমিক স্কুল ও ১৪০০০ এর বেশী মাধ্যমিক স্কুলে লকার তৈরী হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে স্কুলেই বই রেখে আসতে পারবেন পড়ুয়ারা। অন্য শ্রেণীতে ব্যাগ ও বই বাড়ি নিয়ে যাওয়া যাবে। কিছু বাড়তি বই ও খাতাও রাখা যাবে লকারে। প্রয়োজনে জলের বোতল, শুকনো খাবার ও ব্যাগও রাখা যাবে লকারে।

প্রতিটি লকারে পড়ুয়ার নাম লিখে চাবি দেওয়া হবে তাদের হাতে। লকারে থাকতে পারে পিটি ক্লাসের পোশাক, পেন-পেনসিলের বাক্স। সরকারের মূল উদ্দেশ্য পড়ুয়াদের ব্যাগের ওজন কমিয়ে তাদের শারিরিক কষ্ট থেকে মুক্তি দেওয়া।