সাম্প্রতিক খবর

নভেম্বর ২৮, ২০১৮

সুগন্ধী চালের চাষে জৈব সার ব্যবহারে জোর কৃষি দপ্তরের

সুগন্ধী চালের চাষে জৈব সার ব্যবহারে জোর কৃষি দপ্তরের

রাধাতিলক, দুধসর, কালাভাত, কালোনুনিয়ার মত সুগন্ধী চালের চাষ বাড়াতে রাজ্যে জৈব সারের আওতাধীন জমির পরিমাণ বাড়ানোর লক্ষ্যমাত্রা ধার্য করেছে কৃষি দপ্তর। রাজ্যে এখন ১৭,৮০৭ হেক্টর জমিতে জৈব সারে চাষ হয়। এই কৃষিবর্ষে আরও ১০ হাজার হেক্টর জমিকে জৈব সারের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। ধান ছাড়াও জৈব সারে চা, ফুল, ফল হয়। সুগন্ধী চাল চাষের জন্য জৈব সার প্রয়োজন। অজৈব কিংবা রাসায়নিক সার ব্যবহার করলে চালের সুগন্ধ থাকে না।

রাজ্য সরকার ইতিমধ্যে সুগন্ধী চালের চাষ বাড়াতে উদ্যোগী হয়েছে। তার সঙ্গে তাল মেলাতেই জৈব সারের ব্যবহার বাড়াতে উদ্যোগী কৃষিমন্ত্রী। কৃষি দপ্তরের তথ্য বলছে, রাজ্যে ২০১৬-১৭ কৃষিবর্ষে রাসায়নিক সারের ব্যবহার চোখে পড়ার মতো কমানো হয়েছে। আগে প্রতি হেক্টরে ১৯০ কিলো সার প্রয়োগ করা হত। এখন তা কমে হয়েছে হেক্টর প্রতি ১৮৭ কিলো। সে জায়গায় জৈব সারের ব্যবহার বেড়েছে। আগে প্রতি হেক্টর জমিতে ১.৫০ মেট্রিক টন জৈব সার প্রয়োগ করা হত। এখন জৈব সারের পরিমাণ বেড়ে প্রতি হেক্টরে ১.৮৮ মেট্রিক টন হয়েছে। সুগন্ধী চালের চাষ বাড়াতেই রাজ্য সরকার পরিকল্পিত ভাবে চাষ জমিকে জৈব সারের আওতায় নিয়ে আসতে চাইছে।

সৌজন্যেঃ এই সময়