নভেম্বর ২৫, ২০১৮
লজিস্টিক্স হাব হিসেবে বিপুল সম্ভাবনা বাংলায়

রাজ্যের লজিস্টিক্স হাব ক্ষেত্রে ২০২০ সালের মধ্যে ৫০০০ কোটি টাকার লগ্নির সম্ভাবনা আছে। এমনটাই জানালেন রাজ্যের অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রী অমিত মিত্র। বাংলার নতুন লজিস্টিকস নীতি সম্বন্ধে তিনি বিশেষজ্ঞ মহলের থেকে মতামতও জানতে চান।
লজিস্টিকস কোলোকুইয়াম ২০১৮ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, “একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী লজিস্টিক্স হাব ক্ষেত্রে ২০২০ সালের মধ্যে ৫০০০ কোটি টাকার লগ্নির সম্ভাবনা আছে আমাদের রাজ্যে। এর ফলে বিপুল কর্মসংস্থান হবে।” ওনার মতে কর্মসংস্থানের সংখ্যা ৫০,০০০ ছুঁতে পারে।
ইতিমধ্যেই রাজ্য সরকার “Logistics Park Development and Promotion Policy of West Bengal 2018” নামক নীতি প্রণয়ন করেছে। বাংলায় একটি সুসঙ্গত এবং আন্তঃপ্রবাহযোগ্য পরিবহন ও সরবরাহ নেটওয়ার্ক – রুট, করিডোর, বন্দর, বিমানবন্দর, পরিবহন কেন্দ্র এবং মোডাল টার্মিনাল – তৈরীর উদ্দেশ্যে এই নীতি প্রণয়ন করা হয়েছে।
যে রিপোর্টটির কথা মন্ত্রী উল্লেখ করেন সেটি হল কেপিএমজির তৈরী করা “Positioning West Bengal as a key Logistics Hub”। রিপোর্টটি অনুযায়ী, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের লজিস্টিক্স হাব হওয়ার সম্ভাবনা আছে বাংলার। ডানকুনি, দুর্গাপুর, তাজপুর, মালদা ও শিলিগুড়িতে মাল্টিমোডাল ক্যাপাসিটি সম্বলিত এন্ড-টু-এন্ড লজিস্টিক্স হাব তৈরী করা যেতে পারে।
অর্থমন্ত্রীর কথায়, “তাজপুরে তৈরী হচ্ছে একটি ডিপ সি পোর্ট। সেখানে ১৫০০ একর জমিতে ওয়্যারহাউস এবং লজিস্টিক্স হাব তৈরী করা যেতে পারে। এর ফলে, কলকাতা ও হলদিয়া বন্দর উপকৃত হবে।” তিনি শিল্পমহলকে বলেন অন্ডাল বিমানবন্দরকে কার্গো হাব হিসেবে ব্যবহার করতে, কারণ সেখানে এভিয়েশন টারবাইন ফুয়েল ট্যাক্স দিতে হবে না।