নভেম্বর ২২, ২০১৮
দ্রুতগতির গাড়ির ওপর নজর রাখবে ৪০টি মোবাইল ভ্যান

শহরের রাস্তায় দ্রুতগতির গাড়ির ওপর নজরদারির জন্য ৪০টি মোবাইল ভ্যান নামানো হল।এই ভ্যানগুলির ওপর লাগানো থাকবে ইলেক্ট্রনিক ডিসপ্লে বোর্ড যেখানে ট্রাফিক সংক্রান্ত সচেতনতামূলক প্রচারও চালানো হবে।
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, প্রশাসন ও পুলিশের উচ্চাধিকারিকরা ৪০টি নতুন মোবাইল নজরদারি ভ্যানের উদ্বোধন করেন। এই ভ্যানগুলিতে ক্যামেরা থাকবে যেটা থেকে গাড়ির নম্বর নেওয়া যাবে।
এই ভ্যানগুলি হাইওয়ে ও গুরুত্বপূর্ণ রাস্তায় ঘোরাঘুরি করবে ও দ্রুতগতির গাড়ির নম্বর ক্যামেরাবন্দী করবে। তারপর শীঘ্র ওই দ্রুতগতির গাড়ির তথ্য সামনের চেকপোস্টের পুলিশ আধিকারিককে দেওয়া হবে। এর ফলে ট্রাফিক নিয়ম না মানার জন্য শাস্তিমূলক ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেওয়া যাবে।
প্রসঙ্গত, পথ দুর্ঘটনা কমাতে রাজ্য সরকার বহু প্রকল্প চালু করেছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য জুড়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অভিযানের ফলে রাজ্যে দুর্ঘটনা কমেছে ব্যাপক হারে। এছাড়া হাইওয়েতে ওয়াচটাওয়ার তৈরী করা হয়েছে, যার মাধ্যমে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা যায়। তাছাড়া, ট্রাফিকের বিভিন্ন চিহ্ন রাস্তার ধারে সাইনবোর্ডে লাগানো হয়েছে।