সাম্প্রতিক খবর

নভেম্বর ১০, ২০১৮

নেতাজি ইন্ডোরে চাঁদের হাট, মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল চলচ্চিত্র উৎসবের

নেতাজি ইন্ডোরে চাঁদের হাট, মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল চলচ্চিত্র উৎসবের

একটি তারকাখচিত সমাবেশে উদ্বোধন হল ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই উৎসবের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারের উদ্বোধনী সিনেমা হল, অ্যান্টোনি ফিরিঙ্গী। এই উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের অন্যতম আকর্ষণ— বাংলা সিনেমার ১০০ বছর।

মুখ্যমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে এবারও উৎসবের মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, নন্দিতা দাস, সৌমিত্র চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বাংলার ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ শাহরুখ খান, ওয়াহিদা রহমান আর মহেশ ভট্ট। বিদেশী অতিথিদের মধ্যে ছিলেন ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি, চলচ্চিত্র সম্পাদনার ক্ষেত্রে বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন অস্ট্রেলিয়ার জুলিয়ান এলিজাবেথ বিলকক, পরিচালক ফিলিপ নয়েস এবং সায়মন ডেকারও।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

আপনাদের উপস্থিতি আমাদের উৎসাহিত করে। বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা সিনেমার জাদু উপভোগ করুন।

৭০এরও বেশী দেশের ১৭০টিরও সিনেমা এই উৎসবে দেখানো হবে। এবছর আমাদের পার্টনার দেশ হল অস্ট্রেলিয়া।

অমিতাভ বচ্চন থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়, শাহরুখ খান থেকে শুরু করে প্রসেনজিৎ, আমাদের তরুণ অভিনেতারা সকলে এখানে উপস্থিত আছেন।

বাংলা সিনেমার শতবর্ষ উপলক্ষে আমি সেই সকল কিংবদন্তী অভিনেতা ও শিল্পীদের শ্রদ্ধা জানাই যাদের জন্য আজ বাংলা সিনেমা এত সমৃদ্ধ হয়েছে।

আমরা ধন্য মাধবীদি, সাবিত্রীদির মত কিংবদন্তী আজ আমাদের মধ্যে আছেন।

বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যা প্রতিভা আছে, তাতে একটু সাহায্য পেলেই আমরা হলিউডকে হারিয়ে দিতে পারি।

বাংলা শুধু সারা দেশেরই নয়, সারা বিশ্বের সাংস্কৃতিক রাজধানী। সব ক্ষেত্রেই আমরা সেরা।

আগামী বছর আমরা কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৫ বছর উদযাপন করব। আরও বিশালাকারে এই উৎসব কি করে করা যায়, সেই ব্যাপারে আমি অমিতাভ জি ও শাহরুখকে অনুরোধ করব আমাদের পরামর্শ দিতে।

বিগত শাসনকালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তার গরিমা হারিয়েছিল। আমরা ক্ষমতায় এসে তা পুনরুদ্ধার করেছি।

আমি আমাদের টেকনিশিয়ানদেরও শ্রদ্ধা জানাই। তাদের ছাড়া আমাদের সিনেমা শিল্প অসম্পূর্ণ।

আমি মহেশ ভাটজির সঙ্গে সহমত। আমাদের দেশের একটি সঠিক দিশা চাই।

সারা বিশ্বে একমাত্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই একসাথে ২০,০০০ এরও বেশি লোক সিনেমা দেখে। আমার ইচ্ছে আছে আগামী বছর এই উদ্বোধনী অনুষ্ঠান সল্ট লেক স্টেডিয়ামে করার, যাতে এক লক্ষ লোক একসাথে সিনেমা দেখতে পারেন।

বাংলার সিনেমার ১০০ বছর উদযাপন করতে আমরা এই বছর ‘এন্টোনি ফিরিঙ্গি’ দিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব শুরু করছি।

কেন উৎসব হবে না? তাহলে কি মানুষ শুধু কাঁদবে আর দুঃখ করবে? উৎসব সবার। লড়তে পারলে লড়, করতে পারলে কর, ধরতে পারলে ধর।

একতাই শক্তি। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।