নভেম্বর ১৩, ২০১৮
নন্দীগ্রামে ১০০ দিনের কাজ করে লক্ষ্মীলাভ মহিলাদের

১০০ দিনের কাজের প্রকল্পকে হাতিয়ার করে নারী ক্ষমতায়নের নতুন নজির গড়তে চলেছে পরিবর্তনের ধাত্রীভূমি নন্দীগ্রাম। এখন ১০০ দিনের কাজ করে সংসার খরচ স্বামীর সঙ্গে ভাগ করে নিতে পারছেন নন্দীগ্রামের মহিলারা।
হিসেবে মতো, পুরনো সমস্ত রেকর্ড ভেঙে এবারই নন্দীগ্রাম ১ ব্লকে বিগত বছরগুলির তুলনায় সর্বাধিক মহিলা এনআরইজিএ প্রকল্পে যুক্ত হয়েছেন এবং কাজ পেয়েছেন৷ এবার মোট কর্মীর ৭৫ শতাংশই মহিলা। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত গড়ে ৪০ শতাংশ কর্মদিবস তৈরী করতে সক্ষম হয়েছে এই ব্লক। স্বভাবতই গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে স্বনির্ভরতার দিশা দেখতে শুরু করেছেন এলাকার মহিলারা।
ব্লকের ভেকুটিয়া পঞ্চায়েতের মনুচক সংসদে এখন ১০০ দিনের কাজকে ঘিরে তৈরী হয়েছে শ্রমিক মেলা। রোজই সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রায় ১৪০০ শ্রমিক কাজ করছেন। যার সিংহভাগই মহিলা। এখানে নদীবাঁধ আর সরকারি পুকুর খননের কাজ চলছে।
এ ছাড়া মহিলাদের স্বনির্ভর করতে দেওয়া হয়েছে ৫০০ বৃক্ষপাট্টা। হাঁস–মুরগি চাষে রোজগার বাড়াতে মহিলাদের ১০০ দিনের প্রকল্পে তৈরী করে দেওয়া হচ্ছে পোলট্রি। স্বনির্ভরতার আনন্দধারা প্রকল্পের সঙ্গেও ১০০ দিনের কাজের সমন্বয় ঘটিয়ে গবাদিপশু পালন করার সুযোগও পাচ্ছেন মহিলারা।