নভেম্বর ২, ২০১৮
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি - মাঠে নেমে পড়ছে রাজ্যের শিল্প দপ্তর

পুজোর লম্বা ছুটির পর পুরোদমে শুরু হয়ে গেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ৭ এবং ৮ তারিখ রাজারহাটের কনভেনশন সেন্টারে দেশ-বিদেশের শিল্পপতিদের নিয়ে এই সম্মেলন আয়োজিত হতে চলেছে। শিল্প-বাণিজ্য দপ্তরের উদ্যোগে হবে এই শিল্প সম্মেলন।
শিল্প দপ্তরের কর্তাদের এখন থেকেই বিশ্ববঙ্গ সম্মেলনের জন্য তৈরী থাকতে বলা হয়েছে। এ নিয়ে বিশেষ বৈঠক ডাকার প্রস্তুতি নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জার্মানি-ইতালি সফরে গিয়েছিলেন। ওই দুই দেশ থেকে একদল শিল্পপতি প্রতিনিধিদলের এই বাণিজ্য সম্মেলনে হাজির থাকার কথা। এছাড়াও ইউরোপ ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে বহু প্রতিনিধি আসবেন। আসন্ন বৈঠকে সেই বিদেশি অতিথিদের আতিথেয়তার ব্যবস্থা, দু’দিনের সম্মেলনের পরিকাঠামোগত বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।