সাম্প্রতিক খবর

নভেম্বর ২৪, ২০১৮

বাংলা জুড়ে ১০০টি পর্যটন কেন্দ্র তৈরী করার লক্ষ্য রাজ্য সরকারের

বাংলা জুড়ে ১০০টি পর্যটন কেন্দ্র তৈরী করার লক্ষ্য রাজ্য সরকারের

বাংলা জুড়ে ১০০টি পর্যটন কেন্দ্র তৈরী করার লক্ষ্য রাজ্য সরকারের। পর্যটন দপ্তর এবং বিসিসিএল-এর উদ্যোগে আয়োজিত ‘উইকেন্ড ওয়ান্ডার্স’ নামক পর্যটন মেলার উদ্বোধনে একথা ঘোষণা করেন পর্যটন মন্ত্রী।

তিনি বলেন, ইতিমধ্যেই ৪০টি পর্যটন কেন্দ্র তৈরীর কাজ শুরু হয়েছে এবং স্থানীয় জেলাশাসকরা এতে খুব সাহায্য করছেন।

ইউকেন্ড বা সপ্তাহান্তে কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়ার ছিল হয়েছে আজকাল। নতুন যেসব পর্যটন কেন্দ্র তৈরী করা হবে, সেগুলি এই নতুন উইকেন্ড ট্যুরিজমকে মাথায় রেখেই বানানো হবে। গত সাত বছরে রাজ্যের সার্বিক উন্নয়ন হয়েছে; তৈরী হয়েছে নতুন রাস্তা, সেতু। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে মানুষ আজকাল বেড়াতেও যাচ্ছেন আগের তুলনায় অনেক বেশি।

বাংলায় পর্যটনের বিরাট সম্ভাবনা রয়েছে। পাহাড় যেমন আছে, তেমনই রাজ্যে আছে সমুদ্র এবং জঙ্গল। এছাড়া, ঐতিহাসিক ও ধর্মীয় পীঠস্থানও আছে রাজ্যে। দীঘা ও সুন্দরবন সবসময়েই রাজ্যবাসীর ভ্রমণতালিকার শীর্ষে। পুরুলিয়া ও ঝাড়গ্রামও জনপ্রিয় হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর একটি সেতু তৈরী হচ্ছে। খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে। হেনরিজ আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ ও সাগর দ্বীপ যেতে হলে বকখালি হয়েই যেতে হয়। তাই পর্যটকদের খুব সুবিধে হবে।