নভেম্বর ২৭, ২০১৮
রূপশ্রী প্রকল্পে ২৩০ কোটি প্রদান, জানালেন মন্ত্রী

গরিব ঘরের মেয়েদের বিয়ে দিতে রাজ্য সরকার এক নতুন সামাজিক প্রকল্প চালু করেছে যার নাম ‘রূপশ্রী’। বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হলে মেয়ের বিয়েতে নগদ ২৫ হাজার টাকা পাবে পরিবার। শর্ত, মেয়ের বয়স ১৮ বা তার বেশি হতে হবে। এই প্রকল্পের জন্য অর্থ দপ্তর ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
২০ নভেম্বর পর্যন্ত এই প্রকল্প খরচ হয়েছে ২৩০ কোটি ১০ লক্ষ ৫০ হাজার টাকা। ১ লক্ষ ৯১৪ টি মেয়েকে এই প্রকল্পের সুবিধা দিতে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৯২ হাজারের কিছু বেশি মেয়ে তাদের বিয়ের টাকা হাতে পেয়ে গিয়েছেন। সোমবার বিধানসভায় একথা জানালেন রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা।
তাঁর কথায়, ২০ নভেম্বর পর্যন্ত ১ লক্ষ ৩১ হাজার ৫৮টি পরিবার রূপশ্রী প্রকল্পে আবেদন জানিয়েছে। ৫ হাজার ৬৯৬টি আবেদন বিভিন্ন কারণে বাতিল হয়ে গিয়েছে। রূপশ্রী প্রকল্পে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে মুর্শিদাবাদ। ১৫ হাজার ৮৮ জনকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। কলকাতায় মাত্র ৮৯৯ জন রূপশ্রীর টাকা হাতে পেয়েছে।