সাম্প্রতিক খবর

নভেম্বর ২৭, ২০১৮

রানি রাসমনির নামে গ্রীন ইউনিভার্সিটি

রানি রাসমনির নামে গ্রীন ইউনিভার্সিটি

রাজ্যের একমাত্র পরিবেশ বান্ধব বিশ্ববিদ্যালয়টির নামের সঙ্গে জুড়ে গেল রানি রাসমনির নাম। ‘ওয়েস্ট বেঙ্গল গ্রীন ইউনিভার্সিটি’ এখন থেকে হল রানি রাসমনি গ্রীন ইউনিভার্সিটি। বিধানসভায় রাজ্য শিক্ষা দপ্তর এ ব্যাপারে সংশোধনী এনেছে। রানি রাসমনির ২২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে হুগলীতে নির্মীয়মাণ এই বিশ্ববিদ্যালয়টির নতুন করে নামকরণ করা হল।

শিক্ষামন্ত্রীর আনা এই সংশোধনী সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সংশোধনী এনে এই বিশ্ববিদ্যালয়ের নাম রানি রাসমনির নামে করা হবে।

এর আগে অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে মনীষীর নামে নামকরণ করা হয়েছে মুখ্যমন্ত্রীর পরামর্শে। রানি রাসমনির মূর্তি সংস্কার ও সজ্জিত করা হয়েছে। রাজ্য সরকার পাঠ্যপুস্তকেও এনেছে রানি রাশমণির ঐতিহাসিক সামাজিক অবদানের কথা।