সাম্প্রতিক খবর

নভেম্বর ১৬, ২০১৮

অন্যান্য রাজ্যের নির্বাচন লড়বে তৃণমূল: মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য রাজ্যের নির্বাচন লড়বে তৃণমূল: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বর্ধিত সাধারণ সভার বৈঠক আয়োজিত হয়। এই বৈঠকের প্রধান বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বৈঠক থেকে তিনি আগামী দিনের, বিশেষ করে আগামী বছরের লোকসভা নির্বাচনের জন্য দলের নেতা-কর্মীদের দিকনির্দেশ দেন। রাজ্যের ২৩টি জেলা ছাড়াও অসম সহ ১৩টি রাজ্যের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন আজকের বৈঠকে। ছিলেন দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা।

এই বৈঠকে তৃণমূল নেত্রী বিভিন্ন নেতাকে অন্য রাজ্যর দায়িত্ব দেন। দেখে নিন এক নজরেঃ

অসম ও ত্রিপুরা – ফিরহাদ হাকিম
মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম – ডেরেক ও’ব্রায়েন (সব্যসাচী দত্ত, বিশ্বনাথ দেব সাহায্য করবে)
ঝাড়খন্ড– অরূপ বিশ্বাস, মলয় ঘটক, জিতেন্দ্র তিওয়ারি, শুভেন্দু অধিকারী, শান্তিরাম মাহাতো, অর্জুন সিং (নাদিমুল হক ঝাড়খণ্ডেও কিছুটা সাহায্য করবেন)
বিহার – অর্জুন সিং (কিষানগঞ্জ – শুভেন্দু অধিকারী), পর্যবেক্ষক – নাদিমুল হক
মধ্য প্রদেশ – অর্জুন সিং ও নাদিমুল হককে পর্যবেক্ষক করা হল।
ওড়িশা – শুভেন্দু অধিকারী, সুব্রত বক্সী
আন্দামান – অয়ন, পর্যবেক্ষক অনিতা ভক্ত
মহারাষ্ট্র – দীনেশ ত্রিবেদী

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা সবসময় ভালো নেতা চাই। সব রাজ্য ভালোভাবে দেখতে হবে এবং সবাই আমায় মাসে একটা করে রিপোর্ট দেবে। দলটাকে ভালোভাবে সাজাতে হবে, দল না থাকলে কেউ থাকবে না, দল না থাকলে আমরা জিরো, দলকে মায়ের মতো করে যত্ন করতে হবে।”