নভেম্বর ১৬, ২০১৮
‘রাবণ যাত্রা’-র পরের দিন পবিত্র যাত্রা, শান্তি যাত্রা, একতা যাত্রাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূল কংগ্রেসের বর্ধিত সাধারন সভার বৈঠকে বিজেপির আসন্ন রথ যাত্রাকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা রথ যাত্রা নয়, রাবণ যাত্রা। তিনি বলেন, “ওটা রথ না, ওটা ফাইভ স্টার গাড়ি, এর মধ্যে এসি আছে। খাওয়া দাওয়া থাকা ঘোরা টাকা সব আছে। ওটা বিলাসবহুল রাবণযাত্রা।ওটা রাজনৈতিক রথ। ওটা শ্রী জগন্নাথের রথও না, শ্রীকৃষ্ণের রথও না।”
তিনি আরও বলেন, “ওদের যুদ্ধের রথ, আমাদের মানসিক পথ। আমরা রাস্তায় থাকব মানুষের সাথে মানুষের পথে। ওরা রথযাত্রা করে করুক, ঝগড়া করবেন না, পাত্তা দেবেন না, প্রশাসন প্রশাসনের কাজ করবে। এখানে আমরা দুর্বল নই। কোথাও ঝামেলা করলে প্রশাসন ব্যবস্থা নেবে। রাবণযাত্রা নিয়ে অত চিন্তা করবেন না। রাবণরা চিরকাল অশুভ শক্তি নিয়ে আসে। রাবণরা শুভ শক্তির নাম নিয়ে আসতে পারে না।”
মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন যেদিন রাবণযাত্রা হয়ে যাবে, তার পরের দিন ওই রুট দিয়ে দলের ছেলেমেয়েরা রাস্তা পবিত্র করবে। তিনি দলের এই যাত্রার নাম দেন ‘পবিত্র যাত্রা-শান্তি যাত্রা-একতা যাত্রা’।