নভেম্বর ১২, ২০১৮
রাজ্যে 'সুফল বাংলা'র স্টল সংখ্যা ১০০ ছাড়াল

সেঞ্চুরি করল ‘সুফল বাংলা’। ২০১৫ সালে ১৪টি ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে এই প্রকল্পের সূচনা হয়েছিল কলকাতায়। তারপর একে একে গোটা রাজ্যে এ পর্যন্ত ১০৪টি কাঁচা আনাজের স্টল খুলেছে কৃষিজ বিপণন দপ্তর। তাদেরই ব্রান্ড ‘সুফল বাংলা’।
আনাজের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে এবং একই সঙ্গে ফড়েরাজে রাশ টানতে ‘সুফল বাংলা’র স্টল খোলার পরিকল্পনা মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। সরকারি নজরদারীতে এই স্টলে আনাজ সরবরাহ করে চাষীরাও আজ লাভবান।
কলকাতা ও সন্নিহিত এলাকাকে টার্গেট করে একের পর এক স্টল খুলতে শুরু করে ‘সুফল বাংলা’। ওই দপ্তরের হিসাবে, কলকাতায় এ পর্যন্ত ৭২টি স্টল খোলা হয়েছে। বাকি ৩২টি জেলায়।
আবাসনগুলিতেই সুফল বাংলার চাহিদা সবচেয়ে বেশি। ইতিমধ্যেই ৩৯টি আবাসনে স্টল খুলেছে দপ্তর। এর মধ্যে রাজারহাটেই ২১টি।
চাষিদের নিয়ে তৈরী ‘ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি’ (এফপিসি) স্টলগুলি চালায়। টেন্ডারের মাধ্যমে সেগুলি বিলি করা হয়। সরকারই পরিকাঠামো তৈরী করে দেয় এবং খেতের আনাজ সরাসরি স্টলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি দেয়।