সাম্প্রতিক খবর

নভেম্বর ৭, ২০১৮

জমির অধিকার পাবে ছিটমহল

জমির অধিকার পাবে ছিটমহল

ছিটমহলের বাসিন্দাদের জমির অধিকার বা স্বত্ব ফিরিয়ে দিতে খুন শীঘ্রই বিল আনবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বলেছেন, “ছিট মহলের মানুষের জমির অধিকার সুরক্ষিত হবে বিধানসভায় এই বিল পাশের পর।

নবান্ন সুত্রে খবর, উত্তরবঙ্গে ছিটমহলগুলি ভারতে হস্তান্তরের পর ওই এলাকার বাসিন্দাদের জীবন জীবিকার উন্নয়নের জন্য একাধিক প্রকল্প নিয়েছে রাজ্য ও কেন্দ্র সরকার। হস্তান্তরের পর ৫১টি ছিটমহল ভারতের ভৌগলিক সীমানার মধ্যে যুক্ত হয়। অন্যদিকে বাংলাদেশে হস্তান্তর হয় ৭৪টি ছিটমহল। ভারতে অন্তর্ভুক্ত হওয়া ছিটমহল্গুলতে বিদ্যতের সমস্যা মেটাতে কাজ চলেছে জোরকদমে। পাশাপাশি বাসিন্দাদের জন্যে পাকা বাড়ি ও নিকাশির কাজও চলছে। রাজ্য মন্ত্রিসভার সিদ্বান্তের কথা জানিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সোমবার জানিয়েছেন, “৫১ টি ছিট মহল বাসিন্দাদের জমির অধিকার ফিরিয়ে দিতেই আগামী বিধানসভার অধিবেশনে বিল আনতে চলেছে রাজ্য সরকার।” এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্বান্ত হয়েছে। জঙ্গলমহলের বিদ্যুৎ সমস্যা মেটাতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রায় ১৪ একর জমিতে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ১০ মেগাওয়াট সৌরবিদ্যুত প্রকল্প তৈরি হবে।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, মূলত, জঙ্গলমহলের বিদ্যুৎ সমস্যা মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এমন বড় বিদ্যুৎ প্রকল্প এই প্রথম। একইসঙ্গে এদিন মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।