নভেম্বর ১২, ২০১৮
শিল্প থেকে আয়কর আদায়ে রেকর্ড রাজ্যে

চলতি আর্থিক বছরে শিল্পের আয়কর জমা পড়ার নিরিখে প্রথম রাউন্ডেই রেকর্ড গড়ল বাংলা। শিল্প সংস্থাগুলি থেকে দুর্গাপুজোর আগে পর্যন্ত যে আয়কর জমা পড়েছে, সেই হিসেবে দেশের ষষ্ঠ স্থানে আছে রাজ্য। যে রাজ্য যত বেশি শিল্পে এগিয়ে যায়, সেই রাজ্যে কর্পোরেট ট্যাক্স বাবদ তত বেশি আয়কর আদায় হয়। এ রাজ্যের শিল্প চেহারা যে বদলাচ্ছে, এটি তার একটি নির্ভরযোগ্য প্রমাণ।
চলতি আর্থিক বছরে ১৫ সেপ্টেম্বর ছিল কর্পোরেট ট্যাক্সের কিস্তি জমা করার সময়সীমা। সেই হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে, এ রাজ্যে শিল্প থেকে আয়কর আদায় হয়েছে ১২ হাজার ৩৩০ কোটি ৪০ লক্ষ টাকা। অন্যদিকে, চলতি বছরে তথাকথিত শিল্পবান্ধব রাজ্য গুজরাতে আয়কর জমা পড়েছে ১১ হাজার ১৬৯ কোটি ৬০ লক্ষ টাকা। এর থেকেই বোঝা যায় রাজ্যে লাভজনক ব্যবসার পরিমাণ বেশি।
২০১৫-১৬ আর্থিক বছরে রাজ্যে ৩১ হাজার ৩৮৫ কোটি টাকা আয়কর আদায় হয়। ২০১৬-১৭ আর্থিক বছরে আয়কর আদায় হয় ৩৬ হাজার ৫৪১ কোটি টাকা। গত বছরে সেই টার্গেট রাখা হয় ৪১ হাজার ৮৯১ কোটি টাকা। সেই লক্ষ্যও ইতিমধ্যেই পূরণ করেছে রাজ্য।
সৌজন্যঃ বর্তমান