সাম্প্রতিক খবর

নভেম্বর ২৬, ২০১৮

বজ্রপাতের পূর্বাভাস দিতে নতুন উদ্যোগ প্রশাসনের

বজ্রপাতের পূর্বাভাস দিতে নতুন উদ্যোগ প্রশাসনের

রাজ্য সরকার উদ্যোগী হল যাতে বজ্রপাতের পূর্বাভাস সরাসরি সাধারন মানুষের কাছে পৌছনো যায়।

প্রসঙ্গত, বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর ২০১৮ সালে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছিল যার মাধ্যমে বজ্রপাতের ৪৫মিনিট আগে তার পূর্বাভাস সাধারন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।

এই মুহূর্তে, এই তথ্য জেলা কর্তৃপক্ষের কাছে এই তথ্য পৌঁছোয়। জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা এই পূর্বাভাস পান। তারা জনসাধারনের কাছে পৌঁছে দেন এই বার্তা।

এবার আরও নতুন পদ্ধতি আনা হচ্ছে যার ফলে সরাসরি তৃণমূল স্তরের মানুষ জানতে পারবেন এই পূর্বাভাস এবং নিরাপদ স্থানে পৌঁছতে পারেন।

রাজ্য সরকারের এক আধিকারিক পুরো ব্যবস্থা বর্ণনা করে বলেন, যে পদ্ধতি বর্তমানে আছে, তাতে বজ্রপাতের ৪৫ মিনিট আগে নির্দিষ্ট ব্লকে বিপদ সঙ্কেত পাঠানো হয়। এই পূর্বাভাস কিন্তু, নতুন পদ্ধতিতে এই পূর্বাভাস সরাসরি নির্দিষ্ট ব্লকের সকল সাধারন মানুষের কাছে পৌঁছে যাবে এসএমএস মারফৎ। এই নিয়ে কয়েকদিন আগেই বৈঠক হয়েছে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে। আগামী দিনে আরও বৈঠক হবে।

২০১৬-১৭ সালে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ২৯৪জন। এর ফলে বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা অনেক কমবে।