সাম্প্রতিক খবর

নভেম্বর ২০, ২০১৮

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাসিক বৃত্তির পরিমাণ দ্বিগুণ

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাসিক বৃত্তির পরিমাণ দ্বিগুণ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উচ্চমাধ্যমিক থেকে শুরু করে গবেষণারত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছ্বল ছাত্র ছাত্রীদের জন্য এই স্কলারশিপের মাসিক বৃত্তির পরিমাণ প্রায় দ্বিগুণ করা হয়েছে।

উচ্চমাধ্যমিক স্তরে বৃত্তির মাসিক পরিমাণ- ১০০০টাকা।

স্নাতক স্তরে বৃত্তির মাসিক পরিমাণ-

কলা ও বাণিজ্য- ১০০০টাকা,
বিজ্ঞান এবং প্রফেশানাল কোর্স- ১৫০০টাকা,
ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা- ১৫০০টাকা,
মেডিক্যাল ডিপ্লোমা- ১৫০০টাকা,
মেডিক্যাল ডিগ্রী- ৫০০০টাকা,
ইঞ্জিনিয়ারিং ডিগ্রী- ৫০০০টাকা।

স্নাতকোত্তর স্তরে বৃত্তির মাসিক পরিমাণ-

কলা ও বাণিজ্য- ২০০০টাকা,
বিজ্ঞান এবং বৃত্তিমূলক কোর্স- ২৫০০টাকা,
ইঞ্জিনইয়ারিং এবং অন্যান্য এআইসিটিই অনুমোদিত প্রফেশানাল কোর্স- ৫০০০টাকা।

অন্যান্য কোর্সে বৃত্তির মাসিক পরিমাণ-

নন-নেট এম.ফিল ৫০০০টাকা
নন-নেট পি এইচ ডি ৮০০০টাকা
নেট লেকচারারশিপ পি এইচ ডি ৮০০০টাকা

এই স্কলারশিপ পেতে গেলে কিছু নূন্যতম যোগ্যতা প্রয়োজন:

বাংলার বাসিন্দা হতে হবে
বাংলার রেগুলার ক্লাসে শিক্ষাগ্রহণকারী ছাত্রছাত্রী হতে হবে
উপভোক্তাদের পারিবারিক আয় বছরে ২.৫ লক্ষ টাকার অনূর্ধ্ব হতে হবে
উচ্চমাধ্যমিকে নূন্যতম ৭৫% নম্বর পেতে হবে যে কোনও স্নাতক স্তরের কোর্সের জন্য
অনার্সে (স্নাতক) নূন্যতম ৫৩% নম্বর স্নাতকোত্তর কোর্সের জন্য
নূন্যতম ৫৫% নম্বর স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর কোর্সের জন্য

অনলাইনে আবেদনের করা যাবে আগামী ৩০শে নভেম্বরের মধ্যে www.svmcm.wbhed.gov.in এই ওয়েবসাইটে। এছাড়া আছে টোল ফ্রি নম্বর- 18001028014।