সাম্প্রতিক খবর

নভেম্বর ১৬, ২০১৮

বন্যপ্রাণী হামলায় অর্থ সাহায্য বাড়ল

বন্যপ্রাণী হামলায় অর্থ সাহায্য বাড়ল

বন্যপ্রাণীর আক্রমণে মানুষের প্রাণহানি বা জখমের ক্ষেত্রে ক্ষতিপূরণের অর্থসাহায্য বাড়াল রাজ্য সরকার। ক্ষতিপূরণ কোনও কোনও ক্ষেত্রে দ্বিগুণ হয়েছে।

জঙ্গলের কোনও প্রাণীর আক্রমণে কোনও ব্যাক্তির মৃত্যু হলে ক্ষতিগ্রস্ত পরিবার চার লক্ষ টাকা অর্থ সাহায্য পাবেন। সেক্ষেত্রে মৃত্যুর কারণ জানিয়ে উপযুক্ত ব্যাক্তির শংসাপত্র লাগবে। কেবল তখনই নিহতের পরিবার বা যোগ্য আইনী উত্তরাধিকারী অনুদান বা ক্ষতিপূরণের টাকা পাবেন।

একইভাবে কোনও ব্যাক্তির অঙ্গহানি হলে, সেক্ষেত্রেও ক্ষতিপূরণের অর্থসাহায্য বাড়ানো হয়েছে। দৃষ্টিশক্তি ৪০ শতাংশ থেকে ৬০ শতাংশ নষ্ট হলে মিলবে ৫৯ হাজার ১০০ টাকা। দৃষ্টিশক্তি তার বেশী ক্ষতিগ্রস্ত হলে মিলবে ২ লক্ষ টাকা। এক্ষেত্রে দৃষ্টিশক্তি হারানোর কারণ ও রোগী কতটা সেই ক্ষমতা হারিয়েছে, সে ব্যাপারে সরকারি হাসপাতাল বা ডিসপেনসারি থেকে চিকিৎসকের শংসাপত্র দরকার।

বন্যপ্রাণীর হামলায় কোনও ব্যাক্তি যদি জখম হন ও তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করতে হয়, সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হবে হামলার শিকার ব্যাক্তিকে। বন দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক সপ্তাহের কম সময়ের জন্য হাসপাতালে ভর্তি থাকলে, জখম ব্যাক্তি পাবে চার হাজার তিনশো টাকা। এক সপ্তাহের বেশী ভর্তি থাকলে সেই ব্যাক্তিকে সরকার দেবে ১২ হাজার ৭০০টাকা।

সৌজন্যঃ সংবাদ প্রতিদিন