সাম্প্রতিক খবর

নভেম্বর ২৭, ২০১৮

কলকাতায় ৬ রাস্তায় মোবাইল ওয়াটার এটিএম

কলকাতায় ৬ রাস্তায় মোবাইল ওয়াটার এটিএম

কলকাতা শহরের রাস্তায় ঘুরবে মোবাইল ওয়াটার এটিএম। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পরিচালিত মোবাইল ওয়াটার এটিএম থাকবে কলকাতার ৬টি ব্যস্ততম জায়গায়। কলকাতা পুরসভার উদ্যোগে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় ২৯ নভেম্বর থেকেই শহরের রাস্তায় দেখতে পাওয়া যাবে ভ্রাম্যমাণ ওয়াটার এটিএম।

মহিলাদের স্বনির্ভর করে তুলতে কলকাতা পুরসভা একাধিক উদ্যোগ নিয়েছে। তাদের নানারকম প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মহিলাদের নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় তৈরি করা হয়েছে ক্যান্টিন। এবার ওয়াটার এটিএমের পরিকল্পনা। পথচলতি মানুষ বাজারের থেকে মোটামুটি কম খরচে পাবেন পরিস্রুত পানীয় জল।

আপাতত মেডিক্যাল কলেজ, পার্ক স্ট্রিট, চাঁদনি ও এসপ্লানেড মেট্রো স্টেশনের সামনে থাকবে ওয়াটার এটিএম। এছাড়াও নিউ মার্কেট বাজার চত্বরে ঘুরবে দুটি ওয়াটার এটিএম। ১ লিটার জল পাওয়া যাবে ৫ টাকায়। আর ৮ টাকায় পাওয়া যাবে ২ লিটার। ওয়াটার এটিএম পরিচালনার জন্য আপাতত একটি ওয়াটার এটিএম পিছু ২–৩ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা রাখার ভাবনা। মাসিক বেতনে তাঁদের নিয়োগ করা হবে। এটিএম পরিচালনার জন্য ৬২ জন মহিলাকে নিয়োগের পরিকল্পনা রয়েছে।

মূলত জনবহুল এবং ব্যস্ততম রাস্তায় ঘুরবে এই জলের গাড়ি। আর পুরোটাই পরিচালনা করবেন মহিলারা। ক্যান্টিনের মত ওয়ার্ডভিত্তিক মহিলাদের একাজে যুক্ত করার ভাবনাচিন্তা আছে। ‌