সাম্প্রতিক খবর

নভেম্বর ১৬, ২০১৮

সাত বছরে রাজ্যে খনি শিল্পে আয় বেড়েছে কয়েক গুণ

সাত বছরে রাজ্যে খনি শিল্পে আয় বেড়েছে কয়েক গুণ

গত সাত বছরে রাজ্যে খনি শিল্পে আয় বেড়েছে কয়েক গুণ। ছোট খনি থেকে রাজ্যের আয় হয়েছে ৫৭৪ কোটি টাকা; বড় খনি থেকে আয় হয়েছে ১৬৯০ কোটি টাকা। ২০১১ সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তখন পর্যন্ত ছোট ও বড় খনি মিলিয়ে রাজ্যের আয় ছিল ৮৮.৬ কোটি টাকা।

নিউ টাউনের ইকো পার্কে সিআইআই আয়োজিত গ্লোবাল মাইনিং সামিট ২০১৮-তে রাজ্যের অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী ডঃ অমিত মিত্র এই তথ্য দেন। এই মুহূর্তে রাজ্যে রানীগঞ্জ ও আসানসোল অঞ্চলে ২২৮টা খনি আছে।

ডঃ অমিত মিত্র বলেন, রাজ্যে প্রশাসনিক কাজে স্বচ্ছতা বেড়েছে, এসেছে ন্যায়পরায়ণতা। তারই ফল এই বিপুল আয় বৃদ্ধি। এই টাকা রাজ্যের সামাজিক উন্নয়ন ও স্থায়ী পরিকাঠামো তৈরীতে ব্যবহার করা হচ্ছে।

মন্ত্রী বলেন, রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার পাঁচটি খনি খননের প্রস্তাব দিয়েছে। রাজ্য সরকার সেই বিষয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, রাজ্যের খনিগুলিতে ৩৫০ কোটি টন ভালো মানের কয়লা আছে; এতে সালফার ও ছাই এর পরিমাণ কম। রাজ্যে রয়েছে কোল বেড মিথেনের খনিও।