নভেম্বর ৩, ২০১৮
মুখ্যমন্ত্রীর ইতালি সফরের একমাসের মধ্যেই লগ্নি-চুক্তি

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ইতালি সফরের এক মাসের মধ্যেই সফরের প্রভাব পড়ল রাজ্যের শিল্পক্ষেত্রে৷
গত ২৭শে অক্টোবর ইতালিয় সংস্থা বিজডেভের সঙ্গে রাজ্যের সংস্থা রেনবো ডেয়ারি ফুড প্রোডাক্টের এক চুক্তি সম্পন্ন হল৷ মূলত, ক্ষুদ্র ও মাঝারি ক্ষেত্রের এই সংস্থার সঙ্গে ইতালিয়ান সংস্থার এই চুক্তি উল্লেখযোগ্য। কারণ মুখ্যমন্ত্রী যে-কটি ক্ষেত্রের বিনিয়োগ কিংবা যৌথ উদ্যোগের জন্য ইতালি গিয়েছিলেন ক্ষুদ্র ও মাঝারি ক্ষেত্র তার মধ্যে অন্যতম।
এদিন ইতালিয় সংস্থার কর্তা জিন ক্লদ মঁরে বলেন, ‘আমরা চাই আরও বেশি করে এই ধরনের ক্ষুদ্র ও মাঝারি সংস্থায় সঙ্গে গাঁট ছড়া বাধতে৷ খাদ্যপ্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্টার্ট আপের ক্ষেত্রে আরও বেশি করে যৌথ উদ্যোগের কথা আমরা ভাবছি|’
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা। তথ্যপ্রযুক্তি সচিব বলেন, ‘রাজ্য সরকার এই ধরনের সংস্থাদের তথ্যপ্রযুক্তিগত সহায়তা করার জন্য সবরকম পদক্ষেপ নিয়েছে৷ পাশাপাশি, স্টার্ট আপ সংস্থাদের উৎসাহ দিতেও উদ্যোগ করা হয়েছে৷’
মঁরে বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতালি সফরের একাধিক -সম্মেলনে আমার থাকার সৌভাগ্য হয়েছে। আমরা ভারত বিশেষ করে বাংলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আশাবাদী। চর্ম,গয়না-সহ একাধিক ক্ষেত্রে আমাদের এখানকার বিনিয়োগকারীদের সঙ্গে ইতিবাচক কথাও হয়েছে।’
তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে হতে চলা বিশ্ববঙ্গ শিল্পসম্মেলনে তিনি ও তার প্রতিনিধিদল কলকাতায় আসবেন কারণ, বোঝা যাচ্ছে রাজ্যে বিনিয়োগ টানার ব্যাপারে মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের মনোভাব বদলেছে।