নভেম্বর ১, ২০১৮
নাইট পার্কিং এর জন্য আরও জায়গা বরাদ্দ করবে কলকাতা পুরসভা

গাড়ির নাইট পার্কিং এর জন্য আরও জায়গা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুলিশের তরফে পুরসভাকে একটি তালিকা দেওয়া হয় সেইসব জায়গার যেখানে আরও বেশী পার্কিংএর জায়গা দরকার। সেই মতই এই উদ্যোগ।
পুরসভার কর্তৃপক্ষের মতে, অনেকেই রাতে নিজের বাড়ির সামনে আইনি পার্কিং-এ আগ্রহী। নতুন জায়গা চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে ২৫টি সংস্থাকে, যারা পার্কিং এর কাজের সাথে যুক্ত। এই সকল সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী সপ্তাহের মধ্যে এই উদ্যোগ সংক্রান্ত যে কোনও সমস্যার কথা পুরসভাকে জানাতে।
এই মুহূর্তে শহরে ১৯৩টি নাইট পার্কিং-এর জায়গা আছে যেখানে ২১৮১টি গাড়ি থাকে। এবার পার্কিং-এর জায়গা বাড়ানো হলে ২৬০০টি গাড়ি রাখা যাবে।
কলকাতা পুরসভা মাসিক ৪৫০ টাকার বিনিময়ে একটি স্টিকার দেয়। এই স্টিকার লাগালে রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত পার্কিং-এর জায়গায় গাড়ি রাখা যায়।