সাম্প্রতিক খবর

নভেম্বর ১৫, ২০১৮

কলকাতায় আন্তর্জাতিক সাইবার সম্মেলন

কলকাতায় আন্তর্জাতিক সাইবার সম্মেলন

আগামী ১৬ই নভেম্বর রাজ্য সরকারের সহযোগিতায় একটি আন্তর্জাতিক মানের সাইবার সিকিউরিটি সম্মেলন অনুষ্ঠিত হবে কলকাতায়। এই অনুষ্ঠানের পোশাকি নাম, ইন্টারন্যাশানাল সাইবার সামিট।

ন্যাসকম, সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এবং অন্য কিছু সংস্থা আছে সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করছে একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থা।

কালে ক্রমবর্ধমান সাইবার অপরাধের প্রবণতার ফলে এই সম্মেলনের প্রাসঙ্গিকতা অনেকটাই বেড়ে গেছে। এই সম্মেলনের উদ্দেশ্য সাইবার নিরাপত্তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরী করা। সাইবার নিরাপত্তা ও তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে কি কি করণীয় তা নিয়েও আলোচনা হবে। বিশ্বের অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।