নভেম্বর ২৮, ২০১৮
গত ছ’বছরে বেড়েছে রাজ্যে কৃষি জমির পরিমাণ

অকৃষি জমিকে কৃষি জমিতে রূপান্তর করেছে রাজ্য সরকার। এই জমির পরিমাণ ৫৪৭৭০ হেক্টর। অর্থাৎ এর পরিমাণ ১লক্ষ ৩৫হাজার ২৮২ একর। কৃষিমন্ত্রী বিধানসভায় এই তথ্য দেন।
২০১৬-১৭তে কৃষি বর্ষের হিসাব অনুসারে রাজ্যের কৃষি জমির পরিমাণ ৫৬ লক্ষ ৩২হাজার ৫৯৫ হেক্টর। ২০১০-১১ সালের তুলনায় খাদ্যশস্যের উৎপাদন অনেকটাই বেড়েছে। তখন উৎপাদন ছিল ১ কোটি ৪৮ লক্ষ ১১ হাজার ১ টন। ২০১৬-১৭ তে এই উৎপাদন বেড়ে হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ ৫২ হাজার ৭.৫৪ টন।
জৈবচাষেও বাংলা এগিয়ে। ১২০টি ক্লাস্টার তৈরী করা হয়েছে। ১৩টি জেলায় ৫০ থেকে ৮০ রকমের দেশী ধানের বীজ কৃষকদের দেওয়া হচ্ছে। ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে সুগন্ধী ধানের চাষ হচ্ছে। কৃষিমন্ত্রী আরও বলেন, রাসায়নিক সারের গুণগত মান পরীক্ষা করার জন্য ল্যাবরেটরি আছে। ৬০০ পরিদর্শক আছেন যারা ঘুরে ঘুরে এগুলির নমুনা সংগ্রহ করেন।
সৌজন্যেঃ আজকাল