সাম্প্রতিক খবর

নভেম্বর ২৪, ২০১৮

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে হৃদ প্রতিস্থাপন মেডিক্যাল কলেজে

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে হৃদ প্রতিস্থাপন মেডিক্যাল কলেজে

একের পর এক হৃদ প্রতিস্থাপনে বারংবার শিরোনাম জুড়ে থাকছে কলকাতা তথা রাজ্যের নাম। তবে এবার ছবিটা খানিকটা অন্য। কারণ গোটা দায়িত্ব এবার সরকারের কাঁধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে শুরু থেকে শেষ পর্যন্ত খরচ জোগাচ্ছে রাজ্য ।

শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতালে ব্রেন ডেথ হয় দক্ষিণ ২৪ পরগণার পুজালির বাসিন্দা সৈকত লাট্টুর। বয়স ৩২। পরিবার সিদ্ধান্ত নেন দুটি কিডনি, লিভার, হৃদযন্ত্র সহ মোট ছটি অঙ্গ দান করবেন তাঁরা। পশ্চিম বর্ধমানের রাণীগঞ্জের ৩৮ বছর বয়সের এক বাসিন্দার শরীরে প্রতিস্থাপন করা হল সৈকতের এক জীবনদায়ী অঙ্গ।

পরিবারের তরফ থেকে সবুজ সংকেত পেলে রাজ্যের অঙ্গ প্রতিস্থাপন সংস্থা এবং স্বাস্থ্য দপ্তর খোঁজা শুরু করে, এই মুহুর্তে রাজ্যে কার এই জীবনদায়ী যন্ত্রের প্রয়োজন রয়েছে। গত ১৮ই নভেম্বর মাত্র ছয় মিনিটে কলকাতার জনবহুল রাস্তায় গ্রীন করিডোর করে নিয়ে যাওয়া হয় হৃদযন্ত্রটি। মেডিক্যালে পৌছায় ৯.৫৫ মিনিটে। সকাল ১১ টা থেকে শুরু হয় অস্ত্রোপচার। শেষ হয় দুপুরে।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্ত ওষুধ থেকে অস্ত্রোপচারের খরচ মকুব করা হয়েছে। পরবর্তীকালে যা খরচ হবে তার সবটাই জোগাবে রাজ্য সরকার। প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়েছে ইতিমধ্যে।

সারা ভারতের মধ্যে রাজ্যস্তরে প্রথম মাইলস্টোন গড়ল পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, খরচের কথা না ভেবেই সমস্ত কার্যকলাপ করতে হবে।