নভেম্বর ২১, ২০১৮
সময়ের সঙ্গে আধুনিক হচ্ছে পরিষেবা, দমকল-পুলিশে নয়া উদ্যোগ

আধুনিকতার মোড়কে সেজে উঠছে দমকল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে নতুন পরিষেবার উদ্বোধন হল। মঙ্গলবার নবান্ন থেকে নয়া পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ পতাকা নেড়ে নবান্ন থেকে নয়া পরিষেবার সূচনা করেন তিনি।
দমকলের নতুন ৫০টি ইঞ্জিন উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ৩০টি আবার অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন। পুলিশের জন্য বিশেষ গাড়ির উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। সেই গাড়িতে লাগানো থাকবে ক্যামেরা। গরিবদের জন্য মুখ্যমন্ত্রী এদিন ৪০ লক্ষ বাড়িরও অনুমোদন দেন।
মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে ২০১১ অবধি রাজ্যে ১০০টি ফায়ার স্টেশন ছিল। গত সাত বছরে ৪১টি নতুন দমকল তৈরী হয়েছে, ২০টির কাজ চলছে। আরও ৪১টি তৈরী হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাধুনিক পরিষেবা প্রদানের দমকল ও পুলিশের গাড়ি উদ্বোধন করে বলেন, যাতে আরও সুষ্ঠু পরিষেবা প্রদান করা যায়, তার জন্যই এই উদ্যোগ। ক্যামেরা লাগানো গাড়িতে পরিষেবা দিতে সুবিধা হবে। ওই ক্যামেরায় অনেক অদেখা ছবি ধরা পড়বে।