সাম্প্রতিক খবর

নভেম্বর ১৩, ২০১৮

নিউটাউনের পাবলিক ডিসপ্লেতে ব্যবহার করা হবে ই-ইঙ্ক প্রযুক্তি

নিউটাউনের পাবলিক ডিসপ্লেতে ব্যবহার করা হবে ই-ইঙ্ক প্রযুক্তি

নিউটাউনের পাবলিক ডিসপ্লেগুলিতে ই-ইঙ্ক প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে হিডকো। গ্রীন সিটি উদ্যোগের অধীনে বিদ্যুৎ সাশ্রয়ী ই-ইঙ্ক প্রযুক্তি ব্যবহার করা হবে পাবলিক ডিস্প্লেগুলিতে।

পাইলট প্রকল্প হিসেবে ইকো পার্কের ২ নম্বর গেটের কাছে এমনই বোর্ড লাগানো হয়েছে।

হিডকো কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, আইজিবিসির কাছ থেকে নিউটাউনের জন্য প্ল্যাটিনাম রেটিং পাওয়ার জন্য এই বিদ্যুৎ সাশ্রয়ী উদ্যোগ নেওয়া হয়েছে। নিউটাউন ইতিমধ্যেই গ্রীন সিটি হিসেবে গোল্ড রেটিং পেয়েছে।

ই-ইঙ্ক প্রযুক্তির ব্যবহারে যে কোনও নির্দিষ্ট ডিসপ্লেতে সবথেকে কম বিদ্যুৎ ব্যবহার হয়। ডিসপ্লে বদলাতেও বিদ্যুৎ ব্যবহার হয় যৎসামান্য। এই ডিসপ্লের মানও খুব উন্নত। যে কোনও সরকারি ঘোষণা, সম্মেলনের বিজ্ঞপ্তি, নোটিস ও অন্যান্য বিষয়ে এই ডিসপ্লে খুব উপযোগী।

এই ডিসপ্লে ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত যে কোনও ল্যাপটপের মাধ্যমে বদল করা যাবে। এবং একবার চার্জ করলে তা অনেকক্ষণ স্থায়ী হবে।