সাম্প্রতিক খবর

নভেম্বর ২৫, ২০১৮

ক্ষমতা থাকলে ডায়মন্ডহারবারে দাঁড়ান, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

ক্ষমতা থাকলে ডায়মন্ডহারবারে দাঁড়ান, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

“ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবার কেন্দ্রে লড়ুন। নিজে না পারলে নরেন্দ্র মোদি অমিত শাহকে এনে দাঁড় করান। জামানত বাজেয়াপ্ত করে দেব।” এই ভাষাতেই বিজেপির রাজ্য সভাপতিকে চ্যালেঞ্জ জানালেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার বিষ্ণুপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিদ্যানগর মঠের মাঠে এক জনসভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতেই বিভিন্ন ঘটনার কথা তুলে ধরে বিজেপিকে তীব্র আক্রমণ করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি উল্লেখ করেন, বিজেপির এখন একটাই স্লোগান, জয় শ্রী রাম! দাঙ্গা করাই একমাত্র কাম।

বিজেপির রাজ্য সভাপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন ,”দিলীপ বাবু অনেক বড় বড় কথা বলছেন। ভাষায় অসমীচীন। বর্বরতায় ভরা নগ্ন রূপ ফুটে উঠেছে তাঁর ভাষণে। দিলীপবাবুর ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ান।লোকসভা ভোটে জামানত বাজেয়াপ্ত করে দেব। যদি হেরে যাই,তবে আমি রাজনীতি থেকে বিদায় নেব। আর আপনি হেরে গেলেও রাজনীতি থেকে বিদায় নেবেন।”

আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বিদায় নেবে বলে জানান অভিষেক। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আরও বলেন,”সাম্প্রদায়িক রাজনীতির তাস খেলে বাংলাকে ভাগ করতে চাইছে বিজেপি। কিন্তু তাদের সতর্ক করে দিচ্ছি,আগুন নিয়ে খেলবেন না। মানুষকে জাতপাতের রাজনীতি শেখাবেন না। বিজেপি পচা পদ্মের দল। সকালে লাল জামা আর বিকালে গেরুয়া জামা পরে। বিজেপি রথযাত্রার নামে এসি ফাইভ স্টার ঘরে বসা,আর মানুষদের হাঁটানো মানে মুরগি করার প্রকল্প। ওটা রথযাত্রা নয় রাবণযাত্রা।”

পাশাপাশি রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পগুলিকে জনসভায় তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের আরও উন্নয়ন করাই একমাত্র লক্ষ্য বলে জানান তিনি। বলেন,ডোঙারিয়া জল প্রকল্পে বিষ্ণুপুর-২,বজবজ-২,ব্লকের বাসিন্দারা জলের পরিষেবা পাবেন। আমতলায় বুয়া টার্মিনাস হবে। উন্নয়ন দিয়েই বিরোধীদের জবাব দিতে হবে।