সাম্প্রতিক খবর

নভেম্বর ২১, ২০১৮

সমবায় - দেশকে পথ দেখাচ্ছে বাংলাঃ শিল্পমন্ত্রী

সমবায় - দেশকে পথ দেখাচ্ছে বাংলাঃ শিল্পমন্ত্রী

রাজ্য সমবায় ব্যাঙ্কের শতবর্ষ পূর্তি উদযাপন ও সমবায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডঃ অমিত মিত্র বলেন, সমবায় ক্ষেত্রে বাংলাই দেশকে পথ দেখাচ্ছে। নদীয়া জেলা ইতিমধ্যেই দেশের দেশের সেরা প্রমাণিত হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের প্রশংসা পেয়েছে।

মন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে সমবায় এবং স্বনির্ভর গোষ্ঠীর উন্নতি চোখে পড়ার মত। সমবায় ব্যাঙ্কের ক্রেডিট ডিপোজিট রেশিও ৮১.১৬ শতাংশ যা খুবই প্রশংসনীয়।

শিল্পমন্ত্রী আরও বলেন, কৃষি ও গ্রামীণ উন্নয়নে সমবায় ব্যাঙ্কের গুরুত্ব অপরিসীম। ২০১০-১১ সালে রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলি ঋণ দিত ১৩৮৮ কোটি টাকা যা এখন বেড়ে হয়েছে ৩৩০০ কোটি টাকা। সাত বছর আগে স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া ব্যাঙ্ক ঋণের পরিমাণ ছিল ১২৯ কোটি টাকা যা এখন বেড়ে হয়েছে ৬১২ কোটি টাকা। ধানের সংগ্রহের পরিমাণ ২০১০-১১ সালে ছিল ১.৯৭ লক্ষ মেট্রিক টন, যা বর্তমানে বেড়ে হয়েছে ৫.০৮ লক্ষ মেট্রিক টন।

সমবায় মন্ত্রী বলেন, ৭১০টি গ্রাম পঞ্চায়েতে সমবায় ব্যাঙ্ক খোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।