সাম্প্রতিক খবর

নভেম্বর ৮, ২০১৮

নোটবাতিলে ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকারের ‘সমর্থন’ প্রকল্প

নোটবাতিলে ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকারের ‘সমর্থন’ প্রকল্প

৮ই নভেম্বর ২০১৬-য় কেন্দ্রীয় সরকারের নেওয়া হঠকারী সিদ্ধান্তের ফলে ধ্বসে গেছে দেশের অর্থনীতি। প্রচুর মানুষ কাজ হারিয়েছেন এই অমানবিক সিদ্ধান্তের ফলে। তাদের পাশে দাঁড়িয়েছে একমাত্র বাংলার সরকার। রাজ্য বাজেটে ঘোষণা করা হয় সমর্থন প্রকল্প।

এই প্রকল্পে সাহায্য করা হয় নোটবাতিলের ফলে কর্মহীন মানুষদের। এই প্রকল্পে যারা সুবিধা পেয়েছেন তাঁদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হয়। এর ফলে তাঁদের একটি আয়ের সংস্থান হয়েছে।

প্রধান ক্ষতিগ্রস্ত জেলাগুলিকে প্রথমে চিহ্নিত করা হয়। সেগুলি হল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, হাওড়া।

ওই ১০টি জেলার বাসিন্দাদের প্রথম ধাপে ও বাকি জেলাগুলিকে পরের পর্যায়ে সাহায্য করা হয়।

এই প্রকল্প সেই পাবে যে তাঁর পরিবারের একমাত্র রোজগারি, সে এরাজ্যের বাসিন্দা এবং নোটবাতিলের ফলে কর্মহীন হয়েছে।