নভেম্বর ২২, ২০১৮
মিসেলস রুবেলা টিকাকরণ কর্মসূচী শুরু করবে রাজ্য সরকার

নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দুমাসের জন্য মিসেলস রুবেলা টিকাকরণ কর্মসূচী শুরু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আড়াই কোটি শিশুর টিকাকরণ করা হবে এই কর্মসূচীর মাধ্যমে। এই কর্মসূচীর উদ্দেশ্য মিসেলস এবং জার্মান মিসেলস রোগগুলি নির্মূল করা।
ন’মাস থেকে ১৫ বছর পর্যন্ত বয়সী শিশুদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। এই টিকা রাজ্যের বিভিন্ন স্কুলে, স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হবে।
ইতিমধ্যেই দেশের ইউনিভার্সাল ইমুউনাইজেশন প্রোগ্রামের অধীনে মিসেলসএর দুটি টিকা দেওয়া হয় – ৯ থেকে ১২ মাসের মধ্যে এবং ১৬ থেকে ২৪ মাসের মধ্যে। এই প্রথম এই কর্মসূচীর মধ্যে রুবেলা টিকাও অন্তর্ভুক্ত হল।
রুবেলা এবং মিসেলস রোগগুলি শিশুদের জন্য প্রাণঘাতী। সারা বিশ্বের মিসেলস এর কারণে যত শিশু মারা যায়, তার ৩৬ শতাংশই ভারতে। বিশ্বে সিআরএস রোগ নিয়ে জন্মানো শিশুদের মধ্যে প্রতি লাখে ৪০ থেকে ৫০ হাজার শিশু জন্মায় ভারতে।