সাম্প্রতিক খবর

নভেম্বর ১৯, ২০১৮

বিশ্ব শৌচাগার দিবসে একগুচ্ছ কর্মসূচি রাজ্যের

বিশ্ব শৌচাগার দিবসে একগুচ্ছ কর্মসূচি রাজ্যের

আজ বিশ্ব শৌচাগার দিবস। এই দিনটিকে উদযাপন করার জন্য একগুচ্ছ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। উন্মুক্ত শৌচকর্ম ও অন্যান্য বিষয় সম্বন্ধে আজ সারাদিন প্রচারমূলক কর্মসূচি চালাবে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।

উন্মুক্ত শৌচকর্মর খারাপ দিকগুলো সম্বন্ধে সাধারণ মানুষকে অবহিত করতে দপ্তরের তরফে ইতিমধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলকে টিকার দেওয়া হয়েছে। হাত ধোয়ার উপকারিতা সম্বন্ধেও প্রচার করা হবে। বাবা-মায়েদের সচেতন করা হবে যাতে তাদের সন্তান হাত না ধুয়ে খাবার না খায়। খোলা পাত্রে জল জমানো কিংবা ফুলের তবে জমা জল থেকে যে মশার লার্ভা তৈরী হয়, সে ব্যাপারেও সচেতনতা প্রচার করা হবে। এছাড়া, জৈবগর্ভস্থ বর্জ্য এবং অজৈবগর্ভনীয় বর্জ্য আলাদা করার ব্যাপারেও সচেতনতাবৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, বাংলার সমস্ত জেলাকেই ডিসেম্বর মাসের মধ্যে নির্মল জেলা ঘোষণা করা হবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও জিটিএ অঞ্চল এখনও নির্মল জেলা হয়নি। ১৪টি জেলাকে ইতিমধ্যেই নির্মল ঘোষণা করা হয়েছে। ৩টি জেলায় কাজ সম্পূর্ণ, আনুষ্ঠানিক ঘোষণা বাকি।