নভেম্বর ১৫, ২০১৮
দেওচা পাচামি বাজি, রাজ্যে খনি শিল্পে বিনিয়োগের ডাক

রাজ্যের দেওচা পাচামি কোল ব্লককে বাজি ধরে এবার খনি শিল্পে জোয়ার আনছে রাজ্য। নিউটাউনে আয়োজিত ১৪তম আইএমএমই কঙ্কলেভে বিভিন্ন দেশের লগ্নিকারীদের সামনে রাজ্যের শিল্পমন্ত্রী বলেন, ‘সাড়ে তিন হাজার কোটি টন উৎকৃষ্ট মানের কয়লার সম্ভার রয়েছে। তার জন্য দেওচা পাচামি ব্লককে খুলে দেওয়া হয়েছে। এর ফলে আগামী দিনে খনি শিল্পে লগ্নিকারীরা রাজ্যে একটা বড় সুযোগ পেতে পারবেন।’
এই অনুষ্ঠানেই শিল্পমন্ত্রী লগ্নিকারীদের আবেদন করেন, পাবলিক ও প্রাইভেট সেক্টরের উচিত এই বিষয়ে আরও গুরুত্ব দিয়ে লগ্নি বাড়ানো। দেশে খনি শিল্পে অগ্রগতির হার ৭.৩ শতাংশ। সেখানে এ রাজ্যে এশিয়ার মধ্যে বৃহত্তম এবং সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কোল ব্লক আছে। ফলে সেখানে লগ্নি সারা দেশের মধ্যে সব থেকে বেশী হওয়া উচিত।
ওই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আরও জানান, প্রযুক্তির ক্ষেত্রে, আরএনডি গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে বাংলা ম্যানুফাকচারিং হাব হবে। ইতিমধ্যেই বাংলায় হিতাচি আছে, এই সম্মেলনের পর রাজ্যে পৃথিবীর সেরা আরও ১০টি কোম্পানি আসবে বাংলায়। তারা আরও বেশী করে বিনিয়োগ করবে।