সাম্প্রতিক খবর

নভেম্বর ২৬, ২০১৮

১লা নভেম্বর থেকে ন্যুনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহ করছে রাজ্য সরকার

১লা নভেম্বর থেকে ন্যুনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহ করছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত ১লা নভেম্বর থেকে ২০১৮-১৯ খরিফ মরশুমে কুইন্টাল প্রতি ১৭৫০ টাকার ন্যুনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহ করছে রাজ্য সরকার। এজন্য ৩২৫টি ধান্য সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই সব কেন্দ্রে ধান বিক্রী করলে কুইন্টাল প্রতি বাড়তি ২০টাকা করে উৎসাহ মুল্য পাবেন।

সমবায় সমিতি বা ধান্য সংগ্রহ কেন্দ্রে ধান বিক্রী করার সময় সব কৃষক বন্ধুদের নিবন্ধীকরণ করে একটি কার্ড দেওয়া হবে। ধানের মুল্য সরাসরি কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (আইএফএস কোড) জমা দেওয়া হবে। এ ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে জেলা আধিকারিক/ব্লক উন্নয়ন আধিকারিক/মহকুমা বা জেলা খাদ্য নিয়ামক (আইএফএস কোড) ব্যাঙ্কে আকাউন্ট খুলে দিতে সাহায্য করবে।

একজন কৃষক সর্বাধিক ৯০কুইন্টাল ধান ২০১৮-১৯ খরিফ মরশুমে বিক্রয় করতে পারবেন। ধান্য ক্রয়কেন্দ্রে সরকারি ছুটির দিন বাদে সোমবার থেকে শনিবার সকাল ৯তা থেকে বিকেল ৩তে পর্যন্ত খোলা থাকবে।
ধান বিক্রয় করার সময় অবশ্যই নিয়ে যেতে হবে, সচিত্র পরিচয়পত্র, আইএফএস কোড যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশ বই, দু-কপি ফটো এবং মোবাইল নম্বর।

ধান্য ক্রয়কেন্দ্রের অবস্থান ও অন্যান্য তথ্য জানা যাবে www.wbpds.gov.in ওয়েবসাইটে বা ফোন করতে হবে ১৮০০৩৪৫৫৫০৫ বা ১৯৬৭ টোল ফ্রি নম্বরে।