নভেম্বর ২১, ২০১৮
সমবায় ব্যাঙ্কে জালিয়াতি রুখতে সেল গঠন করবে রাজ্য

রাজ্যজুড়ে সমবায় ব্যাঙ্কগুলিতে কোনওরকম জালিয়াতি রুখতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি ‘অ্যান্টি ফ্রড সেল’ গড়বে রাজ্য সরকার।
সমবায় মন্ত্রী বলেন, বাম আমলে সমবায় ব্যাঙ্কগুলি অনেক আর্থিক দুর্নীতিতে জড়িত ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার দুর্নীতি ঠেকাতে অনেক পদক্ষেপ নিয়েছে।
কেন্দ্রের জনবিরোধী এফআরডিআই বিলের বিরুদ্ধে জনমত আরও মজবুত করার আবেদন জানান মন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্রের এই নীতি খুব ধংসাত্বক। এতে সাধারন মানুষের ব্যাঙ্কে গচ্ছিত টাকার কোনও নিরাপত্তা থাকবে না। এর ফলে সাধারন মানুষ আর্থিক সঙ্কটে পড়বে। আমাদের সকলকে এফআরডিআই বিলের বিরুদ্ধে সরব হতে হবে।”
এদিনই বিধানসভায় সমবায় মন্ত্রী বলেন, বর্তমান অর্থবর্ষে সমবায় ব্যাঙ্কগুলিতে স্বল্পমেয়াদী ঋণের পরিমাণ ৫৭১৩.২৭ কোটি টাকা ও দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ ২৩০.৩৪ কোটি টাকা। এছাড়া, গবাদি পশু পালনের জন্য ১ লক্ষ পরিবারকে মোট ১৮০ কোটি টাকা প্রদান করা হয়েছে; এই খাতে আরও টাকা দেওয়ার পরিকল্পনা আছে।