সাম্প্রতিক খবর

নভেম্বর ২২, ২০১৮

আড়াই লক্ষ পুকুর কাটা হয়েছে:‌ মুখ্যমন্ত্রী

আড়াই লক্ষ পুকুর কাটা হয়েছে:‌ মুখ্যমন্ত্রী

‌‌‌‌রাজ্য সরকার ‘‌জল ধরো জল ভরো’‌ প্রকল্পে আড়াই লক্ষ পুকুর কেটেছে। বিধানসভায় মঙ্গলবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান, ‘‌এই পুকুরগুলিতে মাছ চাষ হচ্ছে। সেচের জন্য জল দেওয়া হচ্ছে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে সেচের জন্য ৫০০ কোটি টাকা ধরা হয়েছে। ২ হাজার কোটি টাকা নিম্ন দামোদরের জন্য বরাদ্দ করা হয়েছে। গোটা এলাকার সেচ ব্যবস্থাকে সুন্দর করে সাজানো হচ্ছে।’‌

এদিন সেচমন্ত্রী জানান, ‘‌ডায়মন্ড হারবার খালের সংস্কার করা হয়েছে। বাংলা জুড়ে ৫৪৯টি প্রকল্প হয়েছে। ইতিমধ্যে খরচ হয়েছে ২২৬১ কোটি টাকা। বাড়ানো হচ্ছে চ্যানেলের সংখ্যা। ২০১৮–১৯ অর্থবর্ষে আরও ৫৬২টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’‌

সৌজন্যেঃ আজকাল